
মোঃ নাজমুল ইসলাম, ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক সুবীর কুমার দাস বলেছেন, “ঈশ্বরদী আমার আবেগ, অনুভূতি ও ভালোবাসার জায়গা। এখানে আমার চার বছর বয়সী সন্তানের শিক্ষা জীবন শুরু হয়েছে। আপনারা ছিলেন আমার পরিবারের সদস্য, সারা জীবন সেই সদস্য হয়েই থাকবেন। ঈশ্বরদীর মানুষের যে নির্ভেজাল ভালোবাসা ও সহযোগিতা পেয়েছি, তা কোনোদিন ভুলবো না। আমি আত্মীক সম্পর্কে বাঁধা পড়ে গেছি। যেখানেই চাকরি করি না কেন, বারবার ঈশ্বরদীতে ফিরে আসবো আপনাদের টানে।”
তিনি আরও বলেন, “আমার কর্মকালীন সময়ে আন্তরিকভাবে কাজ করার চেষ্টা করেছি। ভুল—ভ্রান্তি হয়েছে, সমালোচনাও হয়েছে, আমি সেগুলো শুধরে নিয়েছি। পৌর ট্যাক্স নিয়ে ভুল বোঝাবুঝি ছিল, তা সমাধান করেছি। শহরের শ্রীবৃদ্ধি ও উন্নয়নের চেষ্টা করেছি। সাঁড়াঘাটকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলেছি। কলেজ রোড ও টিপু সুলতান রোডের কাজ শিগগিরই শুরু হবে। ঈশ^রদী থানায় অতীব জরুরি লাশঘর নির্মাণ করেছি। সবই সম্ভব হয়েছে আপনাদের সহযোগিতা থাকায়।”
সোমবার (৮ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যায় ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে তাঁর সম্মানে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রেসক্লাব সভাপতি আজিজুর রহমান শাহিনের সভাপতিত্বে ও সহ—সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান টিপুর সঞ্চালনায় সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন নবাগত সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার আসাদ, ঈশ্বরদী থানার ওসি আ স ম আব্দুন নূর, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সাবেক সভাপতি এস এম রাজা, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান টিপু, সহ—সভাপতি হাসানুজ্জামান, সহ—সাধারণ সম্পাদক সেলিম সরদার, সহ—সাধারণ সম্পাদক শেখ ওয়াহেদ আলী সিন্টু, কোষাধ্যক্ষ মহিদুল ইসলাম, সাহিত্য—সংস্কৃতি সম্পাদক জাহাঙ্গীর হোসেন ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ শহিদুল্লাহ খান।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শিহাব হোসেন, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম, অনলাইন প্রেসক্লাব সভাপতি রিফাজ বিশ্বাস লালন, সাধারণ সম্পাদক রেজাউল করিম ফেরদৌস, সাংবাদিক ওহিদুল ইসলাম সোহেল, খালেক মাহমুদ সুজন, মাসুদুর রহমান মাসুদ, ঈশ্বরদী মডেল প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, রাসেল আলী, অদিত রহমান স্রোত প্রমুখ।
অনুষ্ঠানে বিদায়ী ইউএনওকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছায় সংবর্ধনা জানানো হয়। পরে নৈশভোজের আয়োজন করা হয়।
উল্লেখ্য, সুবীর কুমার দাশ পদোন্নতি পেয়ে ঝিনাইদহ জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি হয়েছেন।