উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ট্রাক ও প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একই পরিবারের ৪ জন নিহত ও ১ জন আহত হয়েছে। সোমবার (১৯ আগষ্ট) ভোরে ঢাকা-রাজশাহী মহাসড়কের হাটিকুমরুল ইউনিয়নের গোলচত্বর নাটোর রোডের সিএনজি স্টেশনের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলো, রাজশাহী জেলার বাঘমারা থানার চিকাবাড়ী গ্রামের মৃত অসিম উদ্দীনের ছেলে জসিম উদ্দীন (৬৫), জসিম উদ্দীনের স্ত্রী ময়না খাতুন (৬০), জসীম উদ্দিনের ছেলে জামাল হোসেন (৪৫) ও কামাল হোসেন (৪২)। এছাড়াও একই গ্রামের আলাউদ্দিনের ছেলে (গাড়ীর ড্রাইভার) আশিকুর রহমানকে (২৪) উদ্ধার করে সিরাজগঞ্জ মুনসুর আলী সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, সোমবার ভোর রাতে রাজশাহী হতে ঢাকা যাওয়ার পথে অজ্ঞতা নামা ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকারে থাকা একই পরিবারের ৪ জন নিহত হয়। আহত গাড়ীর ড্রাইভারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করার প্রস্তুতি চলছে