
মোঃ শামীম শাহরিয়ার(ব্যুরো প্রধান রাজশাহী বিভাগ):
রাজশাহীর চারঘাটে সারা দেশের ন্যায় আজ থেকে উৎসব মুখর পরিবেশে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। (রবিবার ১২অক্টোবর ২০২৫ইং) বিভিন্ন বিদ্যালয়ের শিশুরাও আনন্দের সাথে টাইফয়েড টিকা গ্রহণ করেছে। চারঘাট উপজেলার ৬ টি ইউনিয়নের ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী মোট ৫১ হাজার বাচ্চাকে দেয়া হবে এক ডোজ টাইফয়েড কনজুগেট ভ্যাক্সিন। সম্পুর্ণ বিনামূল্যে বাচ্চাদের একডোজ টাইফয়েড টিকা দেওয়ায় অভিভাবকরাও আনন্দিত। বিনামূল্যে এই টিকা পেতে অবশ্যই রেজিস্ট্রেশন জরুরী।

আজকের উদ্ভোধনী আয়োজনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, জনাব জান্নাতুল ফেরদৌস, প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোস্তাফিজুর রহমান, সম্মানিত শিক্ষক মন্ডলি, সাংবাদিক, মেডিক্যাল অফিসার ডিজিজ কন্ট্রোল, ডা. মাসুদ আনসারি, এমটি ইপি আই মনিমুল হক মিলন এবং সম্মানিত ফিল্ড স্টাফ টিম, ভ্যাক্সিনেটরস।
সার্বিক তত্ত্বাবধায়নে রয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ তৌফিক রেজা প্রমুখ।
আজকের টিকাদান ক্যাম্পেইন সম্পর্কে ডা: মোঃ তৌফিক রেজা, দৈনিক অপরাধ দমন পত্রিকার সাংবাদিক মোঃ শামীম শাহরিয়ারকে মোবাইল ফোনে বলেন, এই টিকাদান কর্মসূচি আগামী ১৮ কর্মদিবস চলবে প্রথম ১০ দশ দিন বিভিন্ন বিদ্যালয়ে পড়ুয়া বাচ্চাদের এবং পরের ৮ আট দিন যে সকল বাচ্চারা স্কুলে ভর্তি নেই/স্কুলে যায় না তাদের জন্য বিভিন্ন এলাকার নির্ধারিত টিকাদানের জায়গায় এই টিকা দেয়া হবে
মোঃ শামীম শাহরিয়ার
ব্যুরো প্রধান রাজশাহী বিভাগ
১২ অক্টোবর ২০২৫ ইং




