Tuesday, September 16, 2025
spot_img

নোটিসঃ আমাদের সকল প্রতিনিধি পার্সোনাল একাউন্ট থেকে নিউজ পাবলিশ করে থাকে, যে-কোনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।

Homeবাংলাদেশএখন মা ইলিশ মাছের প্রজনন সময়

এখন মা ইলিশ মাছের প্রজনন সময়

আবুতালেব ঢালী, শরীয়তপুর: ইলিশ মাছের প্রতি মানুষের খুব আগ্রহ মানুষ ইলিশ মাছ খেতে খুব পছন্দ করে ইলিশ মাছ অন্য মাছের থেকে স্বাদেও অনেক  বেশি। ইলিশ মাছ গোভির পানির মাছ এ মাছ সাগরের গোভিরে থাকে প্রতি বছরে একবার ইলিশ মাছে ডিম ছাড়ে। যখন ইলিশ মাছের প্রজনন সময় হয় তখন তাড়া গোভির পানি থেকে পলি মাটি মিসরিত স্রোত প্রবল পদ্মা নদীতে চলে আসে। অক্টোবর মাসের প্রথম থেকে  এক মাস ইলিশ মাছের প্রজনন সময় তাই সরকার মা ইলিশ সংরক্ষণের জন্য ৭-২৮ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ ধরতে নিষেধ করেছে। রবিবার এবিষয়ে পদ্মা নদীর দক্ষিণ পাশের উপজেলা জাজিরা উপজেলা সম্মেলন কক্ষে প্রস্তুতি মূলক আলোচনা সভার আয়যোন করে জাজিরা  টাস্কফোর্স কমিটি। কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেল সহ উপজেলার সকলস্থোরের কর্মকর্তা রাজনৈতিক দল ও উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন মা ইলিশ সংরক্ষণে আমরা সকলে মিলে কাজ করে যাবো। মা ইলিশ রক্ষা করতে জেলেদের মাছ ধরতে নিষেধ করে দেওয়া হবে
আমরা এই ২২দিন নদীর তীরে অস্থায়ী ক্যাম করে থাকবো। জাজিরা নৌ পুলিশ জহিরুল বলে সরকার দেশে মা ইলিশ রক্ষায় ১৫ শত পুলিশ মোতায়ন করবে ১০ টি স্পীডবোট সব সময় টহলে থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments