এম. এ মান্নান পলক বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের এনায়েতপুরে আজুগড়া জামাত মোড় বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় স্ত্রীর সাথে অভিমান করে গলায় ফাসি দিয়ে আব্দুল করিম নামে এক ভ্যান চালক আত্মহত্যা করেছে। রবিবার রাতে তার নিজ বাড়ির আম গাছের সাথে ঝুলিয়ে থাকে আব্দুল করিম, সোমবার সকালে ঘুম থেকে উঠে দরজা খুলতেই দেখতে পায় তার ছেলে।
জানা যায় মৃত আব্দুল করিম আজুগড়া গ্রামের আক্কাস আলীর ছেলে, সে পেশায় ভ্যান চালক। পাঁচ ভাই বোনের মধ্যে করিম বড় ছেলে, অপরদিকে করিমের দুই মেয়ে ও এক ছেলে।
এবিষয়ে করিমের মা বলেন, অভাব অনাটনের কারনে সংসারে প্রায়ই কলহ বিবাদ লেগেই থাকত, ভ্যান চালিয়ে যেটাকা ইনকাম করতো তাদিয়ে সংসার চালাতে হিমসিম খাচ্ছিল করিম, তাই আর্থিক সংকটের কারনে ভ্যান গাড়িটি বিক্রি করতে চায় করিম, তার স্ত্রী নাকি ভ্যান গাড়ি বিক্রি করতে দিবে না , এই নিয়ে তাদের মাঝে কথা কাটাকাটি হয়ে করিমের স্ত্রী ছেলে-মিয়ে রেখে বাবার বাড়ি চলে যায়, আর সেখান থেকেই করিমের স্ত্রী চাকরি করতে ঢাকায় চলে যায়। এই সূত্রপাতেই আজ এঘটনা ঘটেছে।
এ ঘটনায় খবর পেয়ে এনায়েতপুর থানার পুলিশ করিমের বাড়ি চলে আসে, ঘটনাস্থল তদন্ত করে সবার জবানবন্দী নিয়ে কারো কোন অভিযোগ না থাকায় করিমের লাশ কবর দেওয়ার জন্য তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়।