এসএম রুবেল,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ জেলায় ম্যাংগো ক্যালেন্ডার প্রণয়ন এবং নিরাপদ ও বিষমুক্ত আম উৎপাদন,বিপণন ও বাজারজাতকরণের লক্ষ্যে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। আর সভায় সিদ্ধান্ত নেয়া হয়, এবারও আম মৌসুমে চাঁপাইনবাবগঞ্জ জেলায় আমপাড়ার সময়সীমা থাকছে না অর্থাৎ যখন যে আম পাকবে,তখন সেই আম বাজারে নামাতে পারবে কৃষকরা।এ উপলক্ষে বুধবার (৩ মে) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনের সভাপতিত্বে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আহম্মেদ মাহবুব-উল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক উদ্যান মোঃ মাসুদ আহম্মেদ,আম গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ ইউসুফ আলী,হটিকালচার সেন্টারের উপ-সহকারী কৃসি কর্মকর্তা মোঃ ফাইজুল ইসলাম,চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম মানিক, ভোলাহাট আম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ মুনসুর আলী।
সভায় জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলায় চলতি আম মৌসুমে গাছে আম পাকলেই,সেই আম বাজারে নামাতে পারবে কৃষকরা। আর যদি কেউ অপরিপক্ক আম বাজারে নামায়,তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আর একারণে চলতি আম মৌসুমে আমপাড়ার সময়সীমা নির্ধারণ না করার বিষয়ে আম বিশেষজ্ঞসহ আমসংশ্লিষ্টরা একমত হন।অন্যদিকে নিরাপদ ও বিষমুক্ত আম উৎপাদনে মনিটরিং কমিটি ও ভ্রাম্যমান আদালত সবসময় সক্রিয় থাকার পাশাপািশ টাস্ক ফোর্স প্রতিটি উপজেলায় নিয়মিত কাজ করবে, যাতে আমবাগানে অতিরিক্ত কীটনাশক প্রয়োগ না করে সেজন্য প্রতিটি বাগানমালিকদের সতর্ক এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। আর আম বিপনন এবং বাজারজাতকরণে ট্রাক ভাড়া নিয়ন্ত্রণে রাখা,কুরিয়ারের অতিরিক্ত চার্জ না নেয়া এবং অনলাইনে আম পাঠানোর সবধরণের সুযোগ, ক্যাশলেস পেমেন্টে উদ্বুদ্ধকরণ, পথিমধ্যে আম পরিবহনে চাঁদাবাজী রোধ ও নিরাপত্তা,হাটবাজারে টোল মূল্য তালিকা টাঙানো।এছাড়া কমখরচে এবং দ্রুতসময়ে আম পৌছানোর জন্য এবারও ম্যাংগো স্পেশাল ট্রেন চালুর বিষয়ে সরকারের কাছে আবেদন জানাবেন।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।