মো: সোহরাওয়ার্দী হোসেন
বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ
আর্ন্তজাতিক এসোসিয়েশন অব এল্যায়েন্স ক্লাব ইন্টারন্যাশনাল চট্টগ্রাম-১০২৪ ইম্পেরিয়াল সিটি উপজেলা সীতাকুন্ড” এর পরিচিতি সভা শুক্রবার বায়েজিদ মাজার গেইট একটি চাইনিজ রেস্টুরেন্টে এই অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উক্ত অনুষ্ঠানে ছিলেন ইম্পেরিয়াল সিটি ক্লাব প্রেসিডেন্ট মোঃ ইমরান শিকদারের সভাপতিত্বে ও সেক্রেটারী মোহাম্মদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, “এসোসিয়েশন অব এল্যায়েন্স ক্লাব ইন্টারন্যাশনাল চট্টগ্রাম-১০২৪” চিফ গেস্ট ঃ এল্যায়েন্স মোঃ জাফর উল্লাহ ইন্টারন্যাশনাল ডিরেক্টর, ইনভেন্টরকোয়েস্ট ঃ এল্যায়েন্স মোঃ ইলিয়াছ সিরাজি ডিস্ট্রিক্ট গভর্নর, স্পেশাল গেস্ট ঃ এল্যায়েন্স রোটারিয়ান এস.এম. আজিজ ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর-১, গেস্ট অফ অনার ঃ এল্যায়েন্স ইঞ্জিনিয়ার আরফান উল্লাহ চৌধুরী ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর-২, এল্যায়েন্স মোহাম্মদ আলী, এস. গেস্ট ঃ এল্যায়েন্স গোলাম গফুর মেম্বার এন্ড এডভাইজর, প্রেসিডিং ওভার ঃ এল্যায়েন্স মোঃ ইমরান শিকদার প্রেসিডেন্ট, সেক্রেটারী ঃ এল্যায়েন্স মোহাম্মদ আলম। উক্ত সভার বক্তারা বলেন, “মানব সেবা মহৎ গুন মানব সেবায় এগিয়ে আসুন।” এই সোলোগানকে সামনে রেখে সমাজের অবহেলিত সুবিধা বঞ্চিত অসহায় হতদরিদ্র মানুষের উন্নয়নে দেশের বিত্তবান শ্রেণিকে এগিয়ে আসার আহবান জানান। বক্তারা আরও বলেন, দরিদ্র মানুষের উন্নয়নের মাধ্যমেই একটি রাষ্ট্রের উন্নয়ন চোখে পড়ে। আন্তর্জাতিক সেবা সংগঠন এলায়েন্স ক্লাব অব ইম্পেরিয়াল সিটি উপজেলা সীতাকুন্ড সংগঠনের কর্মীদের সেবার মান ও অন্তহীন ভালোবাসার মাধ্যমে মানুষের কল্যানে কাজ করতে হবে। শুধু মানুষকে নয় সৃষ্টি জগতের সবকিছুকে ভালোবাসতে হবে। তাহলেই প্রকৃত অর্থে সেবা করা হবে। এলায়েন্স সদস্যদের ভালোবাসা ও সঠিক সেবার মাধ্যমে মানুষের কল্যানে কাজ করে যেতে হবে। আরও বলেন আমরা ভেজাল মুক্ত খাবার চাই। নিজেকে সুস্থ রাখতে হলে ভেজাল মুক্ত খাবার খেতে হবে। যারা ভেজাল মানহীন পণ্য উৎপাদন ও বিপণণ করে থাকে তারা দেশ ও জাতির শত্রু। বক্তব্যে সভাপতি বলেন, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্তে আমরা কাজ করে যাচ্ছি, আমাদের সদস্যরা দেশের ও মানুষের প্রয়োজনে নিজেকে সবসময় উজার করে কাজ করে যাচ্ছে। আমি সংগঠনের সভাপতি হিসেবে আপনাদের আশ^স্ত করছি, আপনাদের দোয়া ও সমর্থন পেলে আমরা আপনাদের জন্য আজীবন কাজ করে যাব ইনশাআল্লাহ। এ সময় সভায় আরও উপস্থিত ছিলেন, সি. সহ-সভাপতি মোস্তাক আহম্মদ স্বপন, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ কামরুল হাসান, মোঃ ইসমাইল, মোঃ আবুল কালাম সহ আরও উপস্থিত ছিলেন কমিটির অন্যান্য সদস্য বৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।