সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধি
কবিতা: ধর্ষকের হোক ফাঁসী
কবি: মোঃ রমজান হোসেন
আর কতদিন ধরে চলবে এই নির্যাতন?
আর কত মা-বোন দিবে ইজ্জত বিসর্জন।
তবে কি মায়ের জাতি এভাবেই হতে থাকবে ধ'র্ষিত?
মায়ের সন্তান হিসেবে আজ আমার বড়ই লজ্জিত।
তাহলে কি নরপশুদের হাত থেকে রেহাই পাবে না আমাদের মা-বোন?
প্রতিনিয়ত কি চলতেই থাকবে গণহারে ধ'র্ষণ?
নারী কতই আর অবলম্বন করে চলবে সতর্কতা?
নারী কি রাষ্ট্রের কাছে পাবে না নিরাপত্তা?
আর কত শুনতে হবে ধ'র্ষিতা নারীর চিৎকার?
পুরুষ হয়ে আর কত দিতে হবে নিজেকে ধিক্কার?
আর কত দেখতে হবে খবরের শীর্ষ শিরোনামে ধ'র্ষণ?
ধ'র্ষণ বন্ধে আর কত করতে হবে আন্দোলন?
গর্জে উঠো হে স্বদেশবাসী,
প্রত্যেক কাপুরষ ধ'র্ষকের জন্য কার্যকর হোক ফাঁ'সী।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।