যে কেউ এ মিতালি দেখে মুগ্ধ হবে। দেখে মনে হয় এযেনো অবুঝে -অবুঝে স্নিগ্ধতার মেলা বসিয়েছেন আবু হুরাইরা, তাইতো কবুতরগুলো আবু হুরাইরা ছাড়া কিছুই বোঝেনা।
সাথে সাথে আবু হুরাইরার বাবা কমকিসে, ছেলের পাশা পাশি কবুতরের মায়ায় পরেছে আবু হুরাইরার বাবা মোঃ ওয়েদুল ইসলাম মিলন, মিলন বলেন পশু পাখির মধ্যে কবুতর একটি জনপ্রিয় পাখি। দেশে প্রায়৬৫% মানুষ কবুতর পালনের সাথে সংপৃক্ত পৃথিবীতে বহু জাতের কবুতর রয়েছে দেশে ২৮-৩০ জাতের কবুতর মানুষ পালন করে থাকে কবুতরের জাতের মধ্যে সিরাজি,গোলা,লটকা,লোটন গিরিবাজ ইত্যাদি কবুতর পালন করে থাকেন। এদের মধ্যে গিরিবাজ খুবই জনপ্রিয় পাখি। ডিম পাড়ার পর থেকে পুরুষ ও স্ত্রী উভয় মিলে পর্যাক্রমে ডিমে তা দিয়ে ১৮-২০দিনে বাচ্চা উৎপাদন করতে সক্ষম। এদের সুষ্ঠপরিচর্যা রক্ষণা – বেক্ষণ এবং ঝামেলা ছাড়াই পালন করা যায় বলে আমাকে আনেক ভালো লাগে।
নোটিসঃ আমাদের সকল প্রতিনিধি পার্সোনাল একাউন্ট থেকে নিউজ পাবলিশ করে থাকে, যে-কোনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।
কবুতরের সাথে মিতালী ছোট্ট ছেলে আবু হুরাইরার।
RELATED ARTICLES