[ তারিখ-২১/০৪/২০২৪ খ্রিঃ]
মান্যবর পুলিশ সুপার, জনাব, মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম (বার), পিপিএম (বার) ও অতিরিক্ত পুলিশ সুপার, সিরাজগঞ্জ সদর সার্কেল, সিরাজগঞ্জ, জনাব, মোঃ রেজওয়ানুল ইসলাম স্যারের নির্দেশনায় কাজিপুর থানাকে অপরাধ মুক্ত করার লক্ষ্যে অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম,কাজিপুর থানা, সিরাজগঞ্জের তত্ত্বাবধানে কাজিপুর থানা পুলিশ টিম ইং-২০/০৪/২০২৪ তারিখ রাত্রি ২৩.৪৫ ঘটিকার সময় কাজিপুর থানাধীন চালিতাডাঙ্গা ইউনিয়নের অন্তর্গ ত মাথাইলচাপড় গ্রামস্থ মাথাইলচাপড় হাটের পার্শ্বে ওমেদ আলী দাখিল মাদ্রাসার সামনে পাকা রাস্থার উপর থেকে ১০ (দশ) গ্রাম হেরোইন সহ আসামী ১। মোঃ গোলাম ওরফে গোলাই মন্ডল (৫৬), পিতা-মৃত আফাজ মন্ডল, সাং- ছালাভরা, থানা-কাজিপুর, জেলা-সিরাজগঞ্জকে গ্রেফতার করা হয় এবং ইং-২১/০৪/২০২৪ তারিখ রাত্রি ০১.০০ ঘটিকার সময় কাজিপুর থানাধীন চালিতাডাঙ্গা ইউনিয়নের অন্তর্গত হাজরাহাটি উত্তরপাড়া গ্রামস্থ মোঃ হবিবর রহমান, পিতা-মৃত রহিম বক্স আকন্দ এর বসতবাড়ীর পশ্চিম পার্শ্বের উঠান থেকে ১টি গাজার গাছ যাহার ওজন ০২ কেজি ৫০০ গ্রাম সহ আসামী মোঃ হবিবর রহমান (৫৫), পিতা-মৃত রহিম বক্স আকন্দ, সাং-হাজরাহাটি, থানা-কাজিপুর, জেলা-সিরাজগঞ্জকে গ্রেফতার করা হয়। আসামীদ্বয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হইয়াছে। আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।