কারা নির্যাতিত নগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী সিরাজ উল্লাহ যুবদলের সভাপতির পদ প্রত্যাশী।
মোঃ আজম খাঁন, চট্রগ্রাম জেলা ব্যুরো ।
চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সফল সংগ্রাম সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং মহানগর বিএনপি,র যুগ্ন আহবায়ক গাজী মুহাম্মদ সিরাজ উল্লাহ সফলতার সাথে দায়িত্বপালন করেছেন বলে তিনি জানান।
তিনি বলেন,দীর্ঘ ১৭ বছরে শহীদ জিয়ার আদর্শের রাজনীতি করার অপরাধে স্বৈরাচারী হাসিনার নির্দেশে ১৯ বার কারাবরণ এবং স্বৈরাচারের গায়েবী সহ ২০৮ মামলার আসামী করা হয়েছে বলে জানান।
গাজী মোঃ সিরাজ উল্লাহ আরোও বলেন,পটিয়ায় গ্রামের বাড়ী বড়লিয়া ইউনিয়নে তাই তিনি ইউনিয়ন ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক, পটিয়া ছাত্রদল,পটিয়া হুলাইন কলেজ সভাপতি,এস,এ চৌধুরী কলেজ সভাপতি, দক্ষিণ জেলা ছাত্রদলের দায়িত্ব পালন এনং মহানগর বাকলিয়া থানা ছাত্রদলের সভাপতি, আইন কলেজ ছাত্রদলের সভাপতি দায়িত্বের পর চট্টগ্রাম মহানগরীর ছাত্রদলের সভাপতি দায়িত্ব পালন এবং নগর বিএনপি,র যুগ্ন আহবায়ক পদেও অধিষ্ঠিত ছিলেন গাজী সিরাজ উল্লাহ জানান।
তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনের বহু মামলা এবং জেল জুলুম হুলিয়া এরকম অন্যকেও নির্যাতনের শিকার হয়েছে কিনা আমি জানি না৷
তারপর শহীদ আদর্শের রাজনীতি, বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক জিয়া নেতৃত্বে আস্তা রেখে দুর্বার গতিতে মাঠে ময়দান কাজ করেছি,একবিন্দু পরিমান স্বৈরাচারের আতার্ত করেনি।
আদালতে মামলা হাজিরা দিতে দিতে সংসার কি জিনিস চোখে দেখেনি। এমনকি পরিবারের দায়িত্বপালন করতে ব্যর্থ হয়েছি। দীর্ঘ ১৭ বছরের জুলুম অত্যাচারের মূল্যায়ন আগামীতে চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি পদটি পাওয়ার দাবী রাখি।
তিনি আরোও বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্র নায়ক তারেক রহমান সাহেব ও বিএনপি,র কেন্দ্রীয় কমিটির মহাসচিব মির্জি ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপি স্হায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং মহানগর বিএনপি সাবেক আহবায়ক কারানির্যাতিত জন নেতা ডাঃ শাহাদাত হোসেন সহ সকল নেতৃবৃন্দরা দীর্ঘ সংগ্রামী ছাত্র দলের রাজনীতির মূল্যায়ন হিসাবে নগর যুবদলের সভাপতি পদে লড়বেন বলে তিনি দৈনিক অপরাধ দমন পত্রিকার চট্রগ্রাম জেলা ব্যুরো প্রধান আজম খাঁন কে জানান।