এসএম রুবেল ক্রাইম রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হারুনুর রশিদের বাড়ির দেয়ালে ‘জয় বাংলা’ লিখে ভিডিও ধারণ করে ফেসবুকে প্রচার করেছেন চাঁপাইনবাবগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মুন্সি নজরুল ইসলাম সুজন । এ নিয়ে ফেসবুকে ব্যাপক সমালোচনা শুরু হয়। এ ঘটনায় সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে অভিযান চালিয়ে মুন্সি নজরুল ইসলাম সুজনজে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।
গ্রেপ্তারকৃত কুখ্যাত আওয়ামী লীগ নেতা মুন্সি নজরুল ইসলাম সুজন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আরামবাগ এলাকার মুন্সি ইব্রাহিম আলীর ছেলে। তার এই উদ্দেশ্যে প্রণোদিত জয় বাংলা লেখাটি
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়,এমতাবস্থায় চাঁপাইনবাবগঞ্জ শহরের পাঠানপাড়ায় অবস্থিত বিএনপির সাবেক এমপি হারুনুর রশিদের বাড়ির সামনের দেয়ালে গভীর রাতে দুইজন লাল কালি দিয়ে ‘জয় বাংলা’ স্লোগান লিখছেন। তাদের মধ্যে একজন হলেন মুন্সি নজরুল ইসলাম। কিন্তু অপরজনের নাম জানা যায়নি। অনুসন্ধানে বেরিয়ে এসেছে' মাতাল অবস্থায় 'প্লান করে এসব কাজে জড়িয়ে পড়েন তারা।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন বলেন, মুন্সি নজরুল ইসলাম সুজনের বিরুদ্ধে সদর মডেল থানায় কয়েকটি মামলা চলমান আছে। এর মধ্যে একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, মুন্সি নজরুল ইসলাম সুজন' গণজাগরণ মঞ্চের চাঁপাইনবাবগঞ্জ জেলার সংগঠক, ঘাতক দালাল নির্মূল কমিটির নবাবগঞ্জ সরকারি কলেজের সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। উল্লেখ মুন্সি নজরুল ইসলাম সুজনের বিরুদ্ধে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ও মাদক নিয়ে হাতেনাতে তাকে পূর্বে গ্রেপ্তার করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসির) চাঁপাইনবাবগঞ্জ শাখার টিম।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।