অপরাধ দমন অফিসিয়ালঃ বন্যাদুর্গতদের ত্রাণসামগ্রী দিয়েছে দেশের অন্যতম জনপ্রিয় মিডিয়া ইউনাইট টিভি। আজ শনিবার ট্রান্সকমের পক্ষ থেকে ফেনী, কুমিল্লা,ও নোয়াখালী প্রায় অর্ধ হাজার পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ইউনাইট টিভির প্রতিনিধিদের মাধ্যমে বলা হয়েছে, ইউনাইট টিভির প্রতিনিধিরা আজ শনিবার ফেনীর ছাগলনাইয়া এবং কুমিল্লার বুড়িচং বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন।
আজ এ দুই জেলায় অন্তত প্রায় অর্ধ হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী বিতরণ করেন তাঁরা। বিতরণ কালে উপস্থিত ছিলেন ইউনাইট টিভির পরিচালক, তরুণ দা'ঈ আব্দুল্লাহ বিন এরশাদ এবং ইউনাইট টিভির আলোচক শাওন মুহাম্মাদ আব্দুর রাজ্জাক সহ ইউনাইট টিভির স্বেচ্ছাসেবকবৃন্দ। ত্রাণসামগ্রীর প্রতিটি ব্যাগে ছিল এক কেজি চিড়া, এক কেজি মুড়ি, এক কেজি চিনি, এক কেজি বিস্কুট, এক প্যাকেট গ্লুকোজ, এক কেজি লবণ, ২০০ গ্রামের গুঁড়া দুধের প্যাকেট, এক ডজন মোমবাতি, একটি গ্যাস লাইট ও দুই বোতল পানি। ইউনাইট টিভির প্রতিনিধিরা সকালে ঢাকা থেকে ট্রাকে করে ত্রাণসামগ্রী নিয়ে পরে নৌকা করে উল্লিখিত এলাকাগুলোতে বন্যার্তদের মাঝে বিতরণ করেন। ত্রাণসামগ্রী বিতরণ সময়ে বাচ্চাদের শরীর থেকে তাবিজ খুলে ঔষধ কিনে খাওয়ার জন্য নগদ অর্থ ও প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।