আব্দুল্লাহ আল ফয়সাল, ব্যুরো প্রধান: ১৬ ই ডিসেম্বর মাথা উঁচু করে বুক ফুলিয়ে, বাধ ভাঙা উল্লাসের দিন। দীর্ঘ ৯ মাস অত্যাচার, নিপীড়ন, মা বোনের ইজ্বত হারানোর বিনিময়ে পাওয়া লাল সূর্যের বিজয় বাংলাদেশ। আমরা পেয়েছিলাম একটি স্বাধীন দেশ, স্বাধীন জাতি। আজ কতটুকু বিজয়ের ঘ্রানে সুভাশিত এই বাংলাদেশ? বিজয়ের আনন্দ কি মানুষের মনে সেই ১৯৭১, ১৬ ই ডিসেম্বর এর মত করে নাড়া দেই? আমাদের ছিল একতা,ছিল দেশের প্রতি অদম্য টান, স্বার্থ ছিল একটি বিজয় ছিনিয়ে আনার। সেই হারিয়ে যাওয়া মানুষ, সততা,দেশপ্রেম প্রায় বিলুপ্তির পথে, আজ রাজনৈতিক প্রতিহিংসা, খুন, ধর্ষণ, শিশু হত্যায় মুখরিত বাংলার মাটি। কেউ কাউকে এতটুকু ছাড় দিতে রাজী না, চলছে দূর্নীতিবাজ দের রাজত্ব, টাকা পাচার, দেশের বিজয়ে কলঙ্ক মাখানোর মহা উৎসব।
সাধারণ মানুষের এর সাথে বিজয় নিয়ে জানতে চাইলে অনেক কষ্টে আবৃত কন্ঠে বলে এমন বিজয় চাইনা তারা, দুবেলা ভাত কপালে জুটাতে, সংসার চালাতে আয় আর ব্যয়ের যে যুদ্ধ তা ১৯৭১ এর চেয়ে ভয়ানক অনেক পরিবারের কাছে। দেশের উন্নয়ন হয়েছে হয়তো দূর্নীতিবাজ , দেশদ্রোহীদের কাছে, কিন্তু দেশ প্রেমিকরা মনে করেন বিজয়ের কোনো উন্নয়ন তাদের জীবনে সুফল বয়ে আনেনি। অশান্তি,জীবিকার যুদ্ধ, রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারে অনেকটাই অসহায় বাংলাদেশের বিজয়।
দখল করা হয় বিজয় যাদের জন্য পেয়েছি তাদের বসতবাড়ি, দেওয়া হয়না তাদের যথাযথ সম্মান, অযোগ্য লোকরা সূর্য সন্তানদের সামনে বড় বড় পদ পদবির গল্প শোনায়, তখন বুকের আর্তনাদ বলে উঠে বিজয় কি আমাদের রক্তে কেনা নরপশুদের নাচের পুতুল? আমরা বাঙালি, স্বপ্ন আমাদের শক্তি, সেই স্বপ্ন কে বুকে ধারণ করে আবার হাসবে বিজয়ের হাসি, দোয়েল এর কন্ঠে গেয়ে উঠবে বিজয় আমার অহংকার, বিজয় আমার সোনার বাংলাদেশ, ভালোবাসি এই মাটি ও মানুষ।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।