Tuesday, September 16, 2025
spot_img

নোটিসঃ আমাদের সকল প্রতিনিধি পার্সোনাল একাউন্ট থেকে নিউজ পাবলিশ করে থাকে, যে-কোনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।

Homeবাংলাদেশকেরাণীগঞ্জে আমানউল্লাহ আমানের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল

কেরাণীগঞ্জে আমানউল্লাহ আমানের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল

প্রকাশের সময় : ঢাকা,সোমবার ১৪২৯ বঙ্গাব্দ, ১১ সেম্পেম্বর , ২০২৩খ্রিস্টাব্দ,২৫ সফর ১৪৪৫ হিজরি,আপডেট : ০৫:৫০:৩৫  পিএম.

মোহাম্মদ সাইদ: (স্টাফ রির্পোটার )  ঢাকার কেরাণীগঞ্জে মডেল থানাধীন বিএনপির কতৃক আয়োজনে সিকারীটোলা বিএনপির  কার্যালয়ের সামনে কেরাণীগঞ্জ তথা ঢাকা-২ হতে নির্বাচিত সাবেক এমপি ও মন্ত্রী ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক,সাবেক ডাকসু ভিপি,আমানউল্লাহ আমানের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 সোমবার সকালে ৯টায় কেরানীগঞ্জ মডেল থানার বিএনপি’র কার্যালয় থেকে একটি মিছিলটি বের হয়ে আটিবাজার খোলামোড়া রোড হয়ে জয়নগর মাঠে গিয়ে শেষ হয়। 

এসময় প্রিয় নেতার মুক্তির দাবিতে  নেতাকর্মীরা মিছিলে মিছিলে শ্লোগান দিয়ে মুখরিত করে রাজপথ,”আমান ভাইকে মামলা দিয়ে অবৈধ রায় দিয়ে ভয় দেখিয়ে লাভ নেই”। আমরা রাজপথ ছাড়ি নাই’,আমান ভাইয়ের ভয় নাই ‘আমান ভাইয়ের হুলিয়া, নিতে হবে তুলিয়া।অবৈধ রায় কেরাণীগঞ্জবাসী তথা বাংলাদেশের সাধারন মানুষ মানেনা।

বিক্ষোভ শেষে জয়নগরের মাঠে সংক্ষিপ্ত সমাবেশে কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু বলেন,নির্বাচনকে আওয়ালীগের পক্ষে ইনফ্লুয়েনস করার জন্য জনপ্রিয় নেতা আমান উল্লাহ আমানকে দাবিয়ে  রাখার চেষ্টা চালাচ্ছে এ অবৈধ সরকার।  আওয়ালীগ পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়। তারা উল্টোপাল্টা মামলা দিয়ে আন্দোলন দমানোর চেষ্টা করছে। 

তিনি বক্তব্যে অভিযোগ করে বলেন, নির্বাচনের আগে সরকার ষড়যন্ত্র করে বিএনপির নেতাকর্মীদের জেল, মামলা দিয়ে চলমান আন্দোলন স্তব্দ করে দিতে চায়। কিন্তু বিএনপির পক্ষে যে জনমত তৈরি হয়েছে তাতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে তারা একান্ত। তাই সরকারের কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না। এ সময় নির্বাচনের আগে বিএনপি নেতাকর্মীদের ওপর মামলা হামলা স্থগিত রাখার দাবি জানান নেতারা। এসময় সমাবেশে আসা অংশগ্রহণকারী নেতাকর্মীরা অবিলম্বে ঢাকা মহানগর উত্তর বিএনপি সভাপতি ও সাবেক ডাকসুর ভিপি আলহাজ্ব আমান উল্লাহ আমানের মুক্তির দাবী জানান। 

বক্তব্যে নেতারা আরও বলেন, দুদকের বহু মামলায় আওয়ামিলীগের নেতারা খালাস পেয়েছে সরকার তাদের বিরুদ্ধে আপিল করে মৃত মামলা  পুনর্জীবিত করেনি । সরকারের এ বিরোধীতা সাধারণ জনগন বুঝে । সরকারের কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না।  এই অবৈধ সরকার আমাদের প্রানপ্রিয় নেতা রাজপথের লড়াকু সৈনিক আমান উল্লাহ আমান ভাইকে ভয় পেয়ে মামলা দিয়ে হয়রানী করে আন্দোলন বন্ধ করতে চায় ।অনতিবিলম্ব এই ফরমায়েশী রায় বাতিল করে মুক্তির দাবিতে  সরকারের নিকট জোড়াল দাবী জানাই। তা নাহলে আমারা রাজপথে থেকে আরও কঠিন কর্মসুচীর ডাক দিব বলে সরকারকে হুশিয়ারী প্রদান করেন নেতারা ।নেতাকর্মীদের দাবী সরকার বিরোধীদলকে মামলা হামলা করে ঘায়েল করতে চায়  এঅবৈধ ভোট ডাকাতি সরকার। আমানউল্লাহ আমানের হুংকারের ভয়ে এ রায় বহাল রাখে সরকার । তবে সারা বাংলাদেশের নেতাকর্মীরা এ রায়ের বিরুদ্ধে সোচ্চার । উক্ত বিক্ষোভ সভায় আরও উপস্হিত ছিলেন,কেরাণীগঞ্জে মডেল থানা বিএনপিসহ সিনিয়র সহ-সভাপতি, শামীম হাসান,সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী,সহ-সভাপতি নাজিমউদ্দিন নাজিম, যুগ্ন-সাধারন সম্পাদক মনিরুল হক মনির,যুবদলের সভাপতি আসাদুজ্জামান রিপন, কেরাণীগঞ্জে মডেল থানা বিএনপির নেতা তারেক ইমাম বাবুল, ফয়জুল ইসলাম, জাসাস সভাপতি মোঃ মুকুল,এছাড়াও শাক্তা ইউনিয়নের বিএনপির সভাপতি মহাসিন মন্টু, সাধারন সম্পাদক হুমায়ুন কবির,ও অন্যান্য ইউনিয়নের যুবদল,ছাত্রদল,সেচ্ছাসেবক দল,জাসাস, শ্রমিকদল,কৃষকদল,মৎসজিবীদলসহ সকল অংঙ্গ-সংগঠনের ব্যানারে  নেতাকর্মীদের উপস্হিতি দেখা যায়।

মোহাম্মদ সাঈদ
মোহাম্মদ সাঈদ
স্টাফ রিপোর্টার। মোবাইলঃ ০১৯১৭-২২০২০১
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments