মোহাম্মদ সাইদ: ঢাকার কেরানীগঞ্জে অপহরণের ছয় ঘন্টা পর দুই বছরের তানজিয়া নামের এক শিশুকে উদ্ধার, অপহরনকারী তারেক (২০) কে আটক করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।
জানাগেছে, অপহৃত শিশুর বাবা মো: সোহেল জিনজিরা মনু ব্যাপারীর ঢাল এলাকায় একটি হোটেল ব্যবসা করেন। সে হোটেলের কর্মচারী হিসেবে কাজ করত সোহেল।
অন্যান্য দিনের মত গত ২০ অক্টোবর বৃহস্পতিবার কেরানীগঞ্জ উপজেলার মনু বেপারির ঢাল এলাকায় অবস্থিত মালিকের ভাড়া বাড়িতে বাজার নিয়ে যায় হোটেল কর্মচারী মোহাম্মদ তারেক। এসময় ঘরে মালিকের স্ত্রীকে না দেখে ঘরে থাকা দুই বছরের শিশু তানজিয়াকে নিয়ে পালিয়ে যায় সে।পরে শিশুকে ফিরে পেতে তার পরিবারের নিকট মুক্তিপনের দাবী করে তারেক।
ঘটনার পর শিশুটির পিতা মোঃ সোহেল রানা(৪২)বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করলে মামলা দায়েরের ৬ ঘন্টার মধ্যেই শুক্রবার সকালে পুরান ঢাকার সোয়ারীঘাট এলাকা হতে অপহৃত শিশু তানজিয়াকে জীবিত অবস্থায় উদ্ধার ও অপহরণকারী তারেক কে আটক করে পুলিশ।
অপহরণকারী কর্মচারী মোঃ তারেক বরিশাল জেলার মেন্দিগঞ্জ থানার কুলচক গ্রামের শহীদ ভূঁইয়ার ছেলে।
অপহৃত শিশুর পিতা সোহেল রানা জানান, অপহরণকারী তারেক আমার দোকানের কর্মচারী, আমি কেরানীগঞ্জ থানা আওতাধীন,মনূ ব্যাপারীর ঢালে ছোট একটা পুরী সিঙ্গারার হোটেল চালাই, দুপুরের দিকে বাজার নিয়ে আমি তারেক কে বাসায় পাঠালে সে সুযোগ বুঝে আমার মেয়ে তানজিয়া (২) কে নিয়ে পালিয়ে যায় এবং পরে মুক্তিপণ দাবি করে। আমি অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে বিষয়টি কেরানীগঞ্জ মডেল থানা পুলিশকে অবগত করলে পুলিশ তাৎক্ষণিক একটি মামলা নিয়ে দ্রুত সময়ের মধ্যে আমার মেয়েকে জীবিত অবস্থায় উদ্ধার করে আমাদের কাছে ফিরিয়ে দেয়।
এব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ জানান, গত গত ২০ অক্টোবর মনূ ব্যাপারীর ঢাল এলাকায় একটি শিশু অপহরণের শিকার হলে শিশুর পিতা বাদী হয়ে থানায় একটি অপহরণ আইনে মামলা দায়ের করেন। আমরা বিষয়টি আমলে নিয়ে ২৪ ঘন্টার মধ্যে শিশুটিকে জীবিত অবস্থায় উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দিয়েছি এবং আসামিকে আটক করতে সক্ষম হয়েছি। আসামীর বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইন ৭ এবং ৮ ধারা মামলা রূজু করা হয়েছে। মামলায় আসামীর সর্বোচ্চ সাজা যাবজ্জীবন বা মৃত্যুদণ্ডও হতে পারে।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।