মোহাম্মদ সাইদ ঢাকার কেরানীগঞ্জে ০৮ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব।গ্রেফতারকৃতরা হলেন,মোঃ সোহেল,রনি,মোঃ জিয়াউর রহমান, মোঃ সোহেল, মোঃ ইমন সরদার, শাওন, মোঃ আবদুল্লাহ, ও রতন। আজ বিকালে র্যাবের মিডিয়া সেলে থেকে বিষয়টি নিশ্চিত করেন। র্যাব-১০ অপরাধদমনকে জানান আজ ভোর রাতে কেরাণীগঞ্জ মডেল থানা জনি টাওয়ার ও দক্ষিণ কেরাণীগঞ্জ থানার চুনকুটিয়া এলাকায় পৃথক অভিযানে পরিচালনা করে আট জন ছিনতাইকারীকে গ্রেফতার করে। এ সময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ৪টি ছোরা ও ৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ কেরানীগঞ্জ আশপাশের বিভিন্ন এলাকায় আন্তঃজেলা ট্রাক, কাভার্ডভ্যান ও লরীসহ বিভিন্ন পরিবহনের ড্রাইভার ও হেলপারদের বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে অবৈধভাবে জোরপূর্বক টাকা এবং পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা, মোবাইলসহ মূল্যবান সম্পদ ছিনতাই আসছিল বলে জানা যায়। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।