অপরাধদমন নিউজ.২৪ (অনলাইন ডেস্ক)
প্রকাশের সময় : ঢাকা, ১০ জুন
২০২৩, ২৭ জৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ২১ জিলক্বদ ১৪৪৪,
আপডেট : ০৮:৫০:৩৫ পিএম .
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি :
রাজধানীর কেরানীগঞ্জে জিনিয়াস ৭ম বর্ষপূর্তি ও জিনিয়াস মেধা বৃত্তি -২০২৩ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জুন) বিকাল ৩টায় উপজেলা কলাতিয়া কনভেনশন সেন্টার হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অব:) আব্দুল করিম এনডিসি।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ১০জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান ও সংবর্ধনা দেয়া হয়।
প্রধান অতিথি আব্দুল করিম এনডিসি বলেন, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান একটি শুভ উদ্যেগ। এখান থেকে আগামী দিনে শিক্ষার্থীরা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করবে। তিনি বলেন, আমিও একসময় ছাত্র ছিলাম। স্কুল, কলেজ হয়ে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি। এসময় সকল কৃতি শিক্ষার্থী ও শুভেচ্ছা জানান প্রধান অতিথি।
জিনিয়াস ইয়ূথ ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি বিজয় ইসলাম রাসেলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কলাতিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ লিয়াকত আলী, কেরানীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বেদৌরা আলী শিমুল, সিরাজনগর উচ্চ বিদ্যালয়ের সভাপতি আশরাফ উদ্দিন আহমেদ, প্রধান শিক্ষক বাবুল হোসেন, আঁটি ভাওয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আমিনুল ইসলাম, জিনিয়াস ইয়ূথ ফাউন্ডেশন বাংলাদেশের সাধারণ সম্পাদক ববি চৌধুরী ও
কেরানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।