মোহাম্মদ সাইদ (কেরানীগঞ্জ,ঢাকা প্রতিনিধি) : ঢাকা জেলা পুলিশ সুপারের উদ্যোগে কেরানীগঞ্জে পুলিশ সদস্যদের জন্য মেডিকেল ক্যাম্প উদ্বোধন করা হয়েছে।১৩ জুলাই বৃহস্পতিবার বেলা ১২ টায় কেরানীগঞ্জ মডেল থানায় এই মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান (পিপিএম)।এসময় আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ (সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার শাহবুদ্দিন কবীর, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ নূর আলম, ঢাকা জেলা (দক্ষিণ) ট্রাফিক পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা পীযুষ মালো, কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহ জামান, ঢাকা জেলা দক্ষিণ (ডিবি) অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুনসহ পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য ও সাংবাদিকবৃন্দ।পুলিশ সুপার আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, ঢাকা জেলার প্রতিটি থানায় মাসে ১ দিন করে এই মেডিকেল ক্যাম্পের কার্যক্রম চলমান থাকবে। পুলিশ সদস্যদের কর্মব্যস্ততার মধ্যে নিজেদের অসুস্থতার কথা অনেক সময় মনে থাকে না। সেই দিক বিবেচনা করেই এই মহৎ উদ্যোগ নেয়া হয়েছে। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ বলেন, পুলিশ সুপার মো. আসাদুজ্জামানের উদ্যোগে পুলিশ সদস্যদের মাসে ১ দিন মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান ঢাকা জেলা তথা বাংলাদেশে এই প্রথম। এই চিকিৎসা সেবা পাওয়ায় আমরা সকলে খুশী। |
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।