প্রকাশের সময় : ঢাকা, শনিবার ১৬ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ,৩০ মার্চ, ২০২৪খ্রিস্টাব্দ,১৯ রমজান ১৪৪৫ হিজরি,আপডেট :১১:২০:৩০পিএম.
মোহাম্মদ সাইদ(স্টাফ রিপোর্টার): ঢাকার কেরানীগঞ্জে ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।
শনিবার (৩০ মার্চ) দুপুরে কেরানীগঞ্জ মডেল থানাধীন কেরানীগঞ্জ-নবাবগঞ্জ রোডের রোহিতপুর বাজার ও বোডিং মার্কেট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।
দুপুরে নতুন সোনাকান্দা আদর্শ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান হামিদ এর নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রায় এক কিলোমিটার জায়গায়র রাস্তার দু’পাশের ফুটপাত, অবৈধ সিএনজি- অটোরিকশা স্টেশন ও শতাধিক ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করা হয়। এসময় নতুন সোনাকান্দা আদর্শ পুলিশ ফাঁড়ির সদস্যরা উপস্থিত ছিলেন।
এব্যাপারে নতুন সোনাকান্দা আদর্শ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান হামিদ বলেন, পবিত্র মাহে রমজান ও ঈদ কে সামনে রেখে মানুষের চলাচল নির্বিঘ্ন করতে, মানুষের জানমান নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল এর সার্বিক তত্বাবধানে এ অভিযান পরিচালিত হচ্ছে। গুলিস্তান-নবাবগঞ্জ রোডের একটি গুরুত্বপূর্ণ জায়গা এই রোহিতপুর বাজার। আমরা চাই এই বাজারটি যানজট মুক্ত থাকুক। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।