অপরাধদমন নিউজ.২৪ (অনলাইন ডেস্ক)
প্রকাশের সময় : ঢাকা, ০৮জুন
২০২৩, ২৫জৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ১৯ জিলক্বদ ১৪৪৪,
আপডেট : ০৭:২০ :৩৫ পিএম .
রাজধানীর কেরানীগঞ্জে সংঘবদ্ধ গরু চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (০৮ জুন) সকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, রাজশাহী জেলার বাঘা থানার মো. মনির (৩০), ঢাকার নাগপুর থানার দেলোয়ার হোসেন (৩৫), সাভার থানার মো. জাবেদ (২৭), টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানার শুক্কুর ওরফে জীবন মোল্লা (৪০), মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর থানার মোক্তার হোসেন (৩৪)।
জানা যায়, উপজেলার বলসতার গ্রামের মো. আলাউদ্দিন (৪০) নামের এক কৃষকের চারটি গাভি ও তিনটি বাছুর গত ৬ নভেম্বর রাতে তার গোয়ালঘর থেকে চুরি হয়। পরে এ ঘটনায় থানায় মামলা রুজু হয়। পরে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সাহায্যে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সংঘবদ্ধ গরু চোর চক্রের ওই পাঁচ সদস্যকে গ্রেফতার করে। সে সময় একটি মিনি ট্রাক ও চুরির বিভিন্ন সরঞ্জামাদী জব্দ করা হয়।
কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মামুন-অর রশীদ জানান, এই চক্রটি দেশের বিভিন্ন জেলা থেকে সংঘবদ্ধ ভাবে দীর্ঘদিন ধরে গরু চুরি করছে। আদালতে প্রেরণপূর্বক তাদের আরও জিজ্ঞাসাবাদে জন্য রিমান্ড চাওয়া হয়েছে।