০২ এপ্রিল মঙ্গলবার বিকেলে সহকারী কমিশনার ভুমি কেরানীগঞ্জ ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাহউদ্দিন আইয়ুবীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই আদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট সালাহউদ্দিন আইয়ুবী জানান, জিনজিরা ইউনিয়নের নজরগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে একটি নকল জুস ও ট্যাং তৈরীর কারখানায় অভিযান পরিচালনা করতে গেলে এসময় গ্রেপ্তার আসামী সম্রাট, মোঃ শাকিল ও মোঃ সিফাত সন্দেহভাজন কারখানায় প্রবেশে বাধা দেওয়ায় সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে প্রত্যেককে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৬ ধারা অনুযায়ী ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
তিনি আরও জানান পুরো রমজান জুড়ে এ ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে ।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।