প্রকাশের সময় : ঢাকা, সোমবার ২৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ,০৮ এপ্রিল,২০২৪ খ্রিস্টাব্দ,২৮ রমজান ১৪৪৫হিজরি,আপডেট :১১:৪০:৩০পিএম.
মোহাম্মদ সাইদঃ-(স্টাফ রিপোর্টার) ঢাকার কেরানীগঞ্জে ভেজাল বিরোধী অভিযানে একটি প্রতিষ্ঠানের মালিককে অবৈধ উপায়ে মানহীন পণ্য বাজারজাতকরণ ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে ১৫ দিনের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত ।
সোমবার ৮ এপ্রিল দুপুরে কেরানীগঞ্জ উপজেলায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, খাদ্যে ভেজাল নিয়ন্ত্রণ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন।
এসময় জিঞ্জিরা ইউনিয়ন এর কদমতলি মোড়ে “বিসমিল্লাহ্ ট্রেডিং পয়েন্ট” নামক একটি প্রতিষ্ঠানের মালিককে অবৈধ উপায়ে মানহীন পণ্য বাজারজাতকরণ ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে দোষী সাব্যস্ত করে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন বলেন এ অভিযান অব্যাহত থাকবে।