প্রকাশের সময় : ঢাকা,মঙ্গলবার,১৪ ভাদ্র ১৪৩০ বঙ্গাব্দ, ২৯ আগস্ট , ২০২৩খ্রিস্টাব্দ,১২ সফর ১৪৪৫ হিজরি,আপডেট : ০৫:৫০:৩৫ পিএম.
স্টাফ রিপোর্টার (মোহাম্মদ সাইদ): ঢাকা কেরানীগঞ্জ একটি মোটরসাইকেল চুরির মামলা তদন্ত করতে গিয়ে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছেন কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন, মোহাম্মদ রাজীব (২৫), মোহাম্মদ দিদার হোসেন (২৮), মোঃ রাসেল(২৬)।এ ধটনায় ১৫টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করেন পুলিশ।
মঙ্গলবার (২৯আগস্ট) কেরানীগঞ্জ মডেল থানা প্রাঙ্গনে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য জানান কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায় কেরানীগঞ্জ মডেল থানায় গত মাসের শেষের দিকে একটি মোটরসাইকেল চুরির ঘটনায় মামলা হয়। এই মামলার তদন্ত করতে গিয়ে আন্ত জেলা মোটরসাইকেল চোর চক্রের প্রধান রাজিব নামে একজনকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে সুজুকি জিক্সার নামে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। রাজিবের দেয়া তত্ত্বমতে ও তথ্য প্রযুক্তির মাধ্যমে পরে জিনজিরা থেকে দিদার ও নোয়াখালী থেকে রাসেল নামে আরো দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা মোটরসাইকেল চোর চক্রের একটি সিন্ডিকেট গড়ে তুলেছিল । এই চোর চক্রের দেওয়া তথ্য মতে চড়াইলে রাজিবের একটি গ্যারেজ থেকে ১৫টি চোরাই বিভিন্ন ব্র্যান্ডের দামি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এই মোটরসাইকেল চোর চক্রের সিন্ডিকেট ফেসবুকের মাধ্যমে চটকদার বিজ্ঞাপন দিয়ে এসব চোরাইকৃত মোটরসাইকেল দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। প্রেস ব্রিফিং এর সময় আরো উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ অফিসার ইনচার্জ মামুন অর রশিদ, এসআই মোহাম্মদ আজাদ হোসেন, এস আই অনুপ কুমার দে প্রমুখ। গ্রেফতারকৃত রাজিবের বাবার নাম আফজাল হোসেন। তার বাড়ি শরীয়তপুর জেলার জাজিরা থানার আহাদী মাদবরকান্দি।দিদার হোসেনের বাবার নাম মৃত নুর আলম। তার বাড়ি নোয়াখালী জেলার চাটখিল থানার নোয়াখোলা গ্রামে। রাসেলের বাবার নাম মোহাম্মদ সিরাজ মিয়া।তার বাড়ি নোয়াখালী জেলার সুধারাম মডেল থানার ধর্মপুর গ্রামে।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।