প্রকাশের সময় : ঢাকা,সোমবার ০৩ আশ্বিন১৪২৯ বঙ্গাব্দ, ১৮সেম্পেম্বর ২০২৩খ্রিস্টাব্দ,০২ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি,আপডেট : ০৮:৫০:৩৫ পিএম.
মোহাম্মদ সাইদ: (স্টাফ রির্পোটার ) ঢাকার কেরানীগঞ্জের আটিবাজার রাফিয়া হাসপাতাল প্রাইভেট লিমিটেডের কতৃপক্ষ্যকে ১লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
সোমবার ১৮ সেপ্টেম্বর ২০২৩, বিকেল ৫টায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফয়সল বিন করিম এক ব্রিফিং সাংবাদিকদের জানান, বিভিন্ন রোগীর অভিযোগে এঅভিযান পরিচালনায় পরিলক্ষিত হয়, হাসপাতাল এর অব্যবস্থাপনা সরকারের অনুমতি ছাড়া হাসপাতালে ১০ বেডের পরিবর্তে ১৫ বেডে উন্নতি করা অপরেশন থিয়েটার অপরিচ্ছন্নতা,ভিবিন্ন ফ্লোর কেবিন অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশের অপরাধে এই হাসপাতালের কর্তৃপক্ষ্য জিএম মোঃ শামীম হাসানকে দেড় লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের আদেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফয়সল বিন করিম। তিনি বলেন, আমাদের এ অভিযান অব্যাহত থাকবে ।পুনরায় একই পরিবেশ পরিলক্ষিত হলে কঠোর ব্যাবস্হা নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আরাফাতুর রহমান,উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ শাহিনুর রহমান আটিবাজার পুলিশ ফাঁড়ির এ,এস,আই মোঃ আলমগীর প্রমুখ।