প্রকাশের সময় : ঢাকা, শুক্রবার ১৪ পৌষ ১৪৩০ বঙ্গাব্দ,২৯ডিসেম্বর ২০২৩খ্রিস্টাব্দ,১৫ জমাদিউস সানি ১৪৪৫ হিজরি,আপডেট : ০৭:৫০:৩৫ পিএম.
মোহম্মদ সাইদ(স্টাফ রিপোর্টার): ঢাকার কেরানীগঞ্জে ডাকাত সন্দেহে এলাকাবাসীর গণপিটুনিতে এক ব্যাক্তি নিহত । এলাকাবাসীর ধাওয়ায় বাকী সদস্যরা পালিয়ে যায়।নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার দিবাগত রাতে কেরানীগঞ্জের শাক্তাইউনিয়নের বলসতা গ্রামে সুজন হাউজিংয়ের পাশে এ ঘটনা ঘটে।পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে ।
এলাকাবাসী সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার রাত ১১.৩০ মি.বলসতা গ্রামের উওরে সুজন হাউজিং পাশে ১০-১২ জনের একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় এলাকাবাসী টের পেয়ে তাদের ধাওয়া করেন। এলাকাবাসী দলটির একজনকে ধরে ফেলে এবং এলাকাবাসী জানান ডাকাতি প্রস্তুতির কথা সে স্বীকার করে। এলাকবাসীর গণপিটুনিতে সে ঘটনাস্থলেই সে মারা যান।এব্যাপারে মডেল থানার ওসি তদন্ত খালেদুর রহমান দৈনিক স্বাধীন সংবাদকে জানান,পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।এবং উর্দ্ধোতন কর্মকর্তার নির্দেশে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।প্রাথমিক ভাবে উদ্ধারকৃত ব্যাক্তির পরিচয় জানা যায় চিটাগেংর বাসিন্দা ।