প্রকাশের সময় : ঢাকা, রবিবার ১৪ মাঘ ১৪৩০ বঙ্গাব্দ,২৮জানুয়ারী
২০২৪খ্রিস্টাব্দ,১৫ রজব ১৪৪৫ হিজরি,আপডেট : ১০:৩০:৩৫ পিএম.
মোহাম্মদ সাইদ ( স্টাফ রিপোর্টার): কেরানীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনের উপর নিষেধাজ্ঞ দিয়েছে আদালত। কেরানীগঞ্জ প্রেসক্লাবের গঠনতন্ত্র অর্থাৎ সংবিধান বিরোধী নির্বাচন অবৈধ ঘোষণা ও অস্হায়ী নিষেধাজ্ঞা দরখাস্তটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন করে কোন নির্বাচন তফসিল ঘোষনা করে নির্বাচন অনুষ্ঠান সম্পুর্ণ করা থেকে বিবাদী পক্ষ্যকে অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ জারি করেন সিনিয়র সহকারী জজ ফারজানা আক্তার কেরানীগঞ্জ আদালত ঢাকা ।
আদালতের আদেশে উল্লেখ যে,সংবিধান গঠনতন্ত্র পরিপন্থী নতুন করে কোন নির্বাচন যাতে না করতে পারে এ বিষয়ে নিষেধাজ্ঞা চেয়ে ৩২৬/১৬ নং মামলা দীর্ঘদিন আদালতে পরিচালনা করার পর সভাপতি মজিবুর রহমান কে কেরানীগঞ্জ প্রেসক্লাবের গঠনতন্ত্রের মোতাবেক ১২ দারা (জ) প্রেসক্লাবের সকল কার্যক্রম পরিচালনা করা এবং বিবাদীপক্ষকে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন করে কোন নির্বাচন করা নতুন করে কেরানীগঞ্জ প্রেসক্লাবের কোন নির্বাচন সম্পন্ন করা হতে বিরত থাকতে অন্তবর্তী কালীন নিষেধাজ্ঞায় বাধিত করে আদেশ প্রদান করেন আদালত।
রায়ের আদেশ শুনার পর কেরানীগঞ্জ প্রেসক্লাবের গঠনতন্ত্র লঙ্ঘন ও আদালতের আদেশ অমান্য করে অবৈধ ভাবে মোঃ শফিক চৌধুরী, রায়হান খান,ইউসুফ আলী, তরীগরি করে ক্লাবের নিবাচনের তফসিল ঘোষনা দেন৷ এবং দ্রুত সময়ে মধ্যে আগামী ৩১,জানুয়ারী ২০২৪ ই;তারিখে স্বঘোষিত নির্বাচন কমিশনার মোঃ শফিক চৌধুরী,ও ইউসুফ আলী গঠনতন্ত্র অর্থাৎ সংবিধানের বাহিরে থেকে আবারো অবৈধ নির্বাচন সম্পন্ন করার চেষ্টায় লিপ্ত রয়েছে।
পরবর্তী প্রেসক্লাবের সভাপতি মজিবুর রহমান আদালতের শরণাপন্ন হলে আদালত কেরানীগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) বরাবর ৩২৬/১৬মামলার অন্তবর্তী কালীন নিষেধাজ্ঞার নতুন করে কোন নির্বাচন সম্পন্ন না করতে ব্যবস্থা গ্রহণ করার জন্য বিজ্ঞ আদালত আদেশ কপি প্রেরণ করেন।
এবিষয়ে সিনিয়র সহকারী কেরানীগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর(পিপি) ও পেশকার বলেন, আদালতের উর্ধ্বে কেও নয় আদালতের আদেশে উল্লেখ করে তিনি (পেশকার) বলেন সংবিধান গঠনতন্ত্র পরিপন্থী নতুন করে কোন নির্বাচন যাতে না করতে পারে এ বিষয়ে নিষেধাজ্ঞা চেয়ে ৩২৬/১৬ নং মামলা দীর্ঘদিন আদালতে পরিচালনা করার পর সভাপতি মজিবুর রহমান কে কেরানীগঞ্জ প্রেসক্লাবের গঠনতন্ত্রের মোতাবেক ১২ দারা (জ) প্রেসক্লাবের সকল কার্যক্রম পরিচালনা করা এবং বিবাদীপক্ষকে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন করে কোন নির্বাচন না করার নতুন করে কেরানীগঞ্জ প্রেসক্লাবের কোন নির্বাচন সম্পন্ন করা হতে বিরত থাকতে অন্তবর্তী কালীন নিষেধাজ্ঞায় বাধিত করে আদেশ প্রদান করেন আদালত। এ আদেশ অমান্য করিলে বিবাদীর কোর্ট অবমাননার কারনে শাস্তি যোগ্য অপরাধ।
এবিষয়ে, আইন মোতাবেক কেরানীগঞ্জ প্রেসক্লাবের বৈধ সভাপতি মজিবর রহমান জানান,আমি বেশ কয়েকবার তাদের কে আদালতের রায়ের কথা বলি এবং রায়ের কপি দেখালেও তারা আদালতের সকল নিদর্শনা অমান্য করে অবৈধ নিবাচন কমিশনার নিয়োগ সহ তফসিল ঘোষণা ও মনোনয়ন ফরম বিক্রি শুরু করে৷ আমি আদালতের প্রতি শ্রদ্ধাশীল তাই উক্ত নিষেধাজ্ঞার কপি রাজনীতিবিদ, ঢাকাজেলা প্রশাসক, ঢাকাজেলা পুলিশসুপার,কেরানীগঞ্জ নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের সকল দপ্তরে আদালতের এইআদেশ কপির মাধ্যমে কেরানীগঞ্জ প্রেসক্ললাবের অবৈধ নির্বাচন বন্ধের দাবী জানাই।
কারণ আমরা অনেক ত্যাগ তিতিক্ষার পরে আমরা এই কেরানীগঞ্জ প্রেসক্লাব প্রতিষ্ঠা করেছিলাম। এটা আমাদের প্রানের সংগঠন । কোনভাবেই যে কোন উপায়ে এ অবৈধ নির্বাচন বন্ধ করা কেরানীগঞ্জ সাংবাদিকদের বলিষ্ঠ কন্ঠের দাবী।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।