প্রকাশের সময়ঃ ১৫ নভেম্বর ২০২৩.
কেরানীগঞ্জ বলসতা হতে মোঃ সলিম পিতাঃ মৃত সমন বেপারী, স্হায়ী ঠিকানা বলসতা, শাক্তা, কেরানীগঞ্জ, ঢাকা ১৩১০।বেশ কিছুদিন (প্রায় ১৫-১৬দিন) ধরে সে নিখোঁজ ।প্রতিদিনের মতো সকালে বাড়ী থেকে বেড় হয়ে আর বাসায় ফেরেনি। ছেলেটি খুব সাদা সিঁধে সরল ও একটু এ্যাবনরমাল প্রকৃতির। আত্নীয়- স্বজন অনেক খোজাখুজি করেও কোথায় পাওয়া সন্ধান মেলেনি ! এব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানায় সাধারন ডায়রী করা হয় । কারো সন্ধানে মিললে তার স্বজনের অনুরোধে উক্ত ঠিকানায় এবং নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলো।01810930880.
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।