মোহাম্মদ সাইদ: ইসলামের দৃষ্টিতে পবিত্র জুমা ও জুমাবারের রাত-দিন অপরিসীম গুরুত্বপূর্ণ। জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। জুমার দিনের সওয়াব ও মর্যাদা ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতোই। এ দিনকে সামনে রেখে আজ পবিত্র জুমার দিন ০৯/০৯/২০২২ তারিখ জুমার নামাজের পূর্বে কেরানীগঞ্জ মডেল থানা কালিন্দী ইউনিয়ন এর পটকাজোড় হাবিব নগর জামে মসজিদে কি ভাবে মাদক নির্মুল করা যায় বক্তব্য প্রদান করেন কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মামুন-অর-রশিদ পিপিএম । তিনি যুব সমাজের উদ্দেশ্যে দিক নির্দেশন বক্তব্যে বলেন
তরুণরাই দেশ, জাতি ও সমাজের উজ্জ্বল নক্ষত্র, জাতির আগামী দিনের কর্ণধার। দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে জাতির মূল চালিকাশক্তি হলো তরুণরাই। তরুণ প্রজন্মই আমাদের দেশ-জাতিকে ধীরে ধীরে উন্নতির দিকে টেনে নেয়ার বিরাট ভূমিকা রাখে এবং রেখে আসছে যুগে যুগে। তবে আমাদের দেশের তরুণ ও যুব সমাজের একাংশ নানাভাবে জড়িয়ে যাচ্ছে মরণ নেশা মাদকের সঙ্গে। এ নেশা এমনই এক নেশা ধীরে ধীরে বিবর্ণ করে দিচ্ছে আমাদের সবুজ তারুণ্যকে। নষ্ট করে দিচ্ছে দেশের ভবিষ্যত। আমাদের দেশের রয়েছে পর্যাপ্ত তারুণ্যনির্ভর জনশক্তি। দেশের এ মূল্যবান সম্পদ মাদকের চোরাচালান ও অপব্যবহারের কবলে পড়ে যেমন ক্ষতিগ্রস্ত হয়, তেমনি দেশের অর্থনীতি বিপর্যস্ত হয়, উন্নয়ন বাধাগ্রস্ত হয়। নেশার ছোবলে পড়ে এ যুবসমাজ কর্মশক্তি, সেবার মনোভাব ও সৃজনশীলতা হারিয়ে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি সাধন করছে। দেশগড়ার কারিগর সম্ভাবনাময় তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে মাদক। মাদকের কারণেই বুক ফাটা কান্নায় পৃথিবীর আকাশ বাতাস ভারি হয়ে যায়। রাতের অন্ধকার আরও নিঃসঙ্গ হয়ে ওঠে পরিবারগুলোতে।
উক্ত বক্তব্যে তিনি আরও বলেন, "থানায় যে কোন ধরনের সেবা নিতে আপনাদের কোন ধরনের টাকা লাগবে না" মাদক এর কুফল ও এর বিস্তার রোধকল্পে করনীয়,যুব সমাজ ও আপনাদের সহোযোগিতায় মাদক নির্মুল করা সম্ভব।এছাড়া
কিশোর গ্যাং ও এর থেকে সচেতনতা, বিট পুলিশিং এর মাধ্যমে দ্রুত পুলিশি সেবা প্রদান, ইভটিজিং, বাল্যবিবাহ,চুরি-ডাকাতি, ব্যাটারি পুড়িয়ে পরিবেশের ধ্বংস ইত্যাদি সমাজ থেকে এ সকল অন্যায় নির্মুল করতে আপনাদের সকলের সহোযোগিতা কামনা করি।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।