জেলা গোয়েন্দা শাখা, সিরাজগঞ্জ কর্তৃক ০১ (এক)টি দেশীয় তৈরী ওয়ান শাটার গান, ০১ (এক) রাউন্ড গুলি ও ০১(এক)টি নীল রংঙ্গের Apache মোটর সাইকেলসহ ০১ জন আটক।
[সিরাজগঞ্জ জেলা ২৭ জুলাই ২০২৩ খ্রিঃ]
সিরাজগঞ্জ জেলার মান্যবর পুলিশ সুপার জনাব মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয় এর তথ্য ও দিক নির্দেশনায়, পুলিশ পরিদর্শক( নিঃ) জনাব মোঃ জুলহাজ উদ্দীন, বিপিএম, পিপিএম এর নের্তৃত্বে সঙ্গীয় এসআই(নিঃ)/মোঃ নাজমুল হক বিপিএম, সঙ্গীয় এসআই(নিঃ)/ মোঃ ওয়াদুদ আলী, পিপিএম, ডিবির অফিসার ও ফোর্সসহ কামারখন্দ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও চেকপোস্ট ডিউটি করাকালে ২৬/০৭/২০২৩ খ্রঃ রাত্রী ২২.০০ ঘটকিার সময় কামারখন্দ থানাধীন ঝাউল ইউনিয়নের অন্তর্গত ঝাউল ওভার ব্রিজের দক্ষিন পার্শ্বে শিশু কানন মডেল স্কুল এন্ড কলেজের সামনে পাকা রাস্তার উপর উপস্থিত হয়ে ০১(এক) জন ব্যক্তিকে সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখে তার দিকে অগ্রসর হলে সে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় আসামী ১। মোঃ রোকনুজ্জামাল @ রোকন (৪৫), পিতা- আবুল হোসেন খান, সাং- বাগবাড়ী, থানা- কামারখন্দ, জেলা-সিরাজগঞ্জকে ধৃত করেন। উপস্থিত সাক্ষীদের সামনে আসামী মোঃ রোকনুজ্জামাল @ রোকন (৪৫), এর দেহ তল্লাশী করে তার হেফাজত ও দখল হতে ০১ (এক)টি দেশীয় তৈরী ওয়ান শাটার গান, ০১ (এক) রাউন্ড গুলি ও ০১(এক)টি নীল রংঙ্গের Apache মোটর সাইকেল উদ্ধার করেন।
এ সংক্রান্তে আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।