গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বাধিয়ারচালা ( রাজেন্দ্রপুর বাজার) গ্রামে , জোরপূর্বক জমি দখলের তথ্য উঠে আসে।
মোঃ মামুন হোসেন (৩৫) আমাদের কে জানান তার পৈতৃক সম্পত্তির জমি দখল করে,তার উপর দিয়ে ( ৩ ) টি হোটেল ও একটি ফ্লাট বাসার পয়লা পানি চলাচল ও আবর্জনা ফালানোর ব্যবস্থা করেন।
মামুন এসব কর্মকাণ্ডে বাঁধা দিলে ,একই গ্রামের (মৃত) ছাদু খান এর (১) ছেলে সামছুল খাঁন (৫০) ও (মৃত) আবু হাসান এর বড় ছেলে (২) জাকির হোসেন ও ছোট ছেলে (৩) আনোয়ার হোসেন এবং (মৃত ) আঃ জব্বার এর ছেলে (৪) সোহরাব মিয়া।তারা মামুনের সাথে , ঝগড়া বিবাদসহ শত্রুতা চলিয়া আসিতেছে,ও মামুনের পরিবারের উপর মারধর সহ,খুন করিয়া গুম করে দেওয়ার হুমকি দিয়ে আসছে।
তথ্য সূত্রে জানা যায় (২৮/০৬/২০২৩) ইং রোজ বুধবার দুপুরে তাঁরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী তারা ধারালো রাম দা ,কোদাল, লোহার রড ও লাঠি এবং বিভিন্ন অস্ত্র সস্ত্র নিয়ে আসে , তাদের (৩)টি হোটেল ও (১) টি ফ্লাট বাসার ময়লা পানি নিস্কাশনের জন্য জোর পূর্বক ড্রেন খনন করতে যায়।তখন মামুন তাদের কাজে বাঁধা দিলে তারা মামুনের সাথে ধস্তাধস্তিতে ও মারামারিতে লিপ্ত হয়ে যায়।তখন মামুনের (বড়) ভাই কবির হোসেন (৪২) তার ডাকচিৎকার শুনে ঘটনাস্থলে আসে। তারা মামুনের (বড়) ভাই কবির হোসেন কে বিভিন্ন হুমকি দেন। তাছাড়া। তারা (৪) জন কবির কে তাদের ধারালো অস্ত্র সস্ত্র ও লাঠি দিয়ে ইচ্ছে মতো আঘাত করতে থাকে।এক পর্যায়ে (জাকির হোসেন ) কবির হোসেন কে নিজ হাতে গলায় চাপ দেন,যাতে কবির হোসেন শ্বাসরোধে মারা জান।
মামুন ও তার (বড়) ভাই কবির হোসেন এর চিৎকার চেঁচামেচি তবে এলাকার লোকজন একত্রিত হলে ,তারা (অভিযুক্তরা) কবির হোসেন এর ম্যানিব্যাগ ও নগদ অর্থ আনুমানিক (২৫০০০) হাজার ওত উক্ত ম্যানিব্যাগ এ ছিলো আরো প্রায় (৫/৭) হাজার টাকা হাতিয়ে নেন,ও সেখান থেকে চলে যান
মোঃ নুরুল ইসলাম শিমুল
(কার্যনিবাহী সদস্য),শ্রীপুর উপজেলার আওয়ামীলীগ।তিনি মামুন ও তার( বড়) ভাই সহ পরিবারের সবাইকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছে রাজনৈতিক প্রভাবে। তিনি রাজনৈতিক প্রভাবে এজোর খাটাচ্ছেন বলে জানান , মামুন ও এলাকাবাসী।
উক্ত ময়লা পানি নিস্কাশনের ড্রেন যদি কেউ বন্ধ করতে আসে,তাহলে তাকে খুন করে লাশ গুম করিয়া ফেলিবে বলে হুমকি দেন।
ঘটনাস্থল থেকে এলাকাবাসী কবির হোসেন কে উদ্ধার করে (শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে )এর জরুরী বিভাগে নিয়ে আসিলে ,কবির হোসেন এর অবস্থা গুরুতর দেখিয়া , প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য, গাজীপুর (শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে) রেফার্ড করা হয় ।
মামুন শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করিলে,থানা কর্তৃপক্ষ মামুনের দায়ের করা মামলা গ্রহণ না করিলে মামুন আদালতের আশ্রয় নেন।