গরিব অসহায় বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ালেন গোয়ালিয়ার আমির আলীর বংশের পরিবার।
হুমায়ুন রুবেল
ভ্রাম্মমান প্রতিনিধি কক্সবাজার।
কক্সবাজার জেলার রামু থানার অন্তর্গত ৯ নং খুনিয়া পালং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পশ্চিম গোয়ালিয়া পালং মরহুম আমির আলী সওদাগরের (বংশের) পরিবারের পক্ষ থেকে -অদ্য তারিখ - ১৬/০৯/২৪ ইং রোজ সোমবার সকাল ১০.০০টায় বন্যা দুর্গত ৭ ও ৮নং ওয়ার্ডের মধ্যে ত্রাণ বিতরণ করেন, এতে উপস্থিত ছিলেন- রামুু সরকারী কলেজের (সাবেক) অধ্যক্ষ ও বর্তমান প্রফেসর আব্দুল হক,আরও উপস্থিত ছিলেন এডভোকেট জহিরুল
আমিন,এডভোকেট শাহেদ উল্লাহ,এতে
আর্থিকভাবে সহোযোগিতা করেছেন,পুলিশ অফিসার ওসি আমিনুর রশিদ, ধান বীর মামুন,সাবেক মেম্বার ছৈয়দ আহমেদ। আর ও সহযোগিতা করেছেন এলাকার সিনিয়র সদস্য বিশিষ্ট গণ ও পরিবারের ছাত্ররা।
রামুু সরকারী কলেজের (সাবেক) অধ্যক্ষ ও বর্তমান প্রফেসর আব্দুল হক, সাথে কথা বলে জানা যায়, পরিবার পক্ষ থেকে সবাই মিলে সবার পরামর্শ অনুযায়ী এই উদ্যোগ নেন ।তাতে সকলের সহযোগিতা করেছেন এবং বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে পেরেছেন আমির আলীর বংশের পরিবার।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।