মোঃ আঃ জলিল মন্ডল(ক্রাইম)রিপোটার গাইবান্ধাঃ
আন্তজার্তিক যুব দিবস উপলক্ষে শনিবার গাইবান্ধায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আরএইচস্টেপ ক্লিনিক, আলোর ধারা পাঠশালা ও আরএইচআরএন-২ এর উদ্যোগে জেলা শহরের আর রহমান হোটেল মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতেই গাইবান্ধা জেনারেল হাসপাতাল চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালি শেষে আর রহমান হোটেল মিলনায়তনে আরএইচস্টেপ ক্লিনিক, আলোর ধারা পাঠশালার প্রশাসনিক কর্মকর্তা মো. এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাসির উদ্দিন শাহ।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বাধীনতা রজতজয়ন্তী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শাকিলা পারভীন, সংগঠনের মো. এখলাস উদ্দিন আহমেদ, আনবার সিথি প্রমুখ। বক্তারা বলেন, যুব সমাজ এবং তাদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার রক্ষার্থে ”অধিকার এখানে এখনি-২” প্রকল্পের আওতায় বাংলাদেশে এর কার্যক্রম চলছে। এই প্রকল্পের আওতায় নারীপক্ষ, অবয়ব, নাগরিক উদ্যোগ, ওয়াইপিএফ, ঋতু এবং ব্র্যাক সংগঠন কাজ করছে।
শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।