মোঃ আঃ জলিল মন্ডল(ক্রাইম)রিপোর্টার গাইবান্ধাঃ
এইচএসসি পরিক্ষার্থীদের ফরম পুরণে বোর্ড নির্ধারিত ফি’র বাহিরে অতিরিক্ত ফি আরোপ নেয়া বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহনসহ শিক্ষা জীবন রক্ষার দাবিতে গণতান্ত্রিক ছাত্র জোট গাইবান্ধা জেলার উদ্যোগে গতকাল সোমবার শহরের গানাসাস মার্কেটের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সাধারণ সমপাদক ও জোটের আহবায়ক মৈত্রেয় হাসান জয়ীতা, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা সভাপতি পরমানন্দ দাস, ছাত্রফ্রন্ট গাইবান্ধা সরকারি কলেজ শাখার সভাপতি কলি রানী, বিপ্লবী ছাত্র মৈত্রী জেলা আহবায়ক সেলিম হাসান প্রমুখ।
বক্তারা বলেন, আসন্ন এইচএসসি পরিক্ষারর্থীর ফরম পূরণে কার্যক্রম শুরু হয়েছে প্রত্যেক কলেজে বোর্ড নির্ধারিত ফি’র বাহিরে অতিরিক্ত ফি, আরোপ করা হয়েছে। তারা বলেন, গাইবান্ধা জেলার অধিকাংশ শিক্ষর্থী গরীব অসহায় প্রানিত্মক চাষী ও শ্রমজীবিদের সন্তান হওয়ায় তাদের পক্ষে এতো বাড়তি ফিতে ফরম পুরণে কষ্টসাধ্য ব্যাপার। সেইসাথে সকল শিক্ষা উপকরণের দাম হু হু করে বাড়ছে, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, গরীব অসহায় শিক্ষার্থীদের প্রণোদনা প্রদান, ফরম পুরণ ফ্রিতে কার্যকর করার আহবান জানান। এছাড়া শিক্ষার্থীদের শিক্ষা জীবন রক্ষার জন্য বিদ্যুতের লোডশেডিং বন্ধেরও দাবী জানান।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।