(ইসমাইল সিরাজী) গাইবান্ধা জেলা প্রতিনিধি।: গাইবান্ধার গোবিন্দগঞ্জ অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৪ নভেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার সাপমারা ইউনিয়নের কাটামোড় রাস্তার পাশের জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সাপমারা ইউনিয়নের কাটামোড় রাস্তার পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। তবে তার পকেটে থাকা একটি ছবির পিছনে সজিব মিয়া লেখা আছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া