মোঃ আঃ জলিল মন্ডল (ক্রাইম)রিপোর্টার গাইবান্ধা: গাইবান্ধা জেলা আইন শৃঙ্খলা কমিটির এক সভা আজ রোববার জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. অলিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. কামাল হোসেন, পৌর মেয়র মো. মতলুবর রহমান, ৬১ বিজিবির অধিনায়ক শেখ মো. মুজাহিদ মাসুদ পিএসসি, চেম্বার অব কমার্সের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকসুদার রহমান শাহান, বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, গাইবান্ধা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার পাল, জেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক রণজিৎ বকসী সূর্য্য প্রমুখ। সভায় সরকারি-বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, ইউএনও, সাংবাদিক, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণির মানুষ উপস্হিত ছিলেন।
সভায় গাইবান্ধার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থির সন্তোস প্রকাশ করা হয়। এছাড়া কিশোর গ্যাং প্রতিরোধ, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস চলাকালিন যেন কোন ছাত্রছাত্রী বাইরে বের হতে না পারে সেবিষয়ে সচেতনতা, আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে পিয়াজসহ দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধকল্পে বাজার মনিটরিং, বাল্য বিবাহ রোধ, নারী নির্যাতন বন্ধ, চোরা চালান প্রতিরোধ, মাদক দ্রব্য নিয়ন্ত্রনসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সুন্দরগঞ্জে কারামুক্তি দিবস পালিত।
মোঃ আঃ জলিল মন্ডল, গাইবান্ধা(জেলা)প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা'র কারামুক্তি দিবস পালন করা হয়েছে। রোববার দুপুরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম কবির মুকুল, দপ্তর সম্পাদক এস এম মঞ্জুরুল ইসলাম বকুল, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম কামরুল হুদা রাজু প্রমূখ। এতে আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠন নেতাকর্মীরা উপস্থিথ ছিলেন। এর আগে জাতীয় পতাকা ও দলীয় উত্তোলন করা হয়।
মোঃ আঃ জলিল মন্ডল, গাইবান্ধা প্রতিনিধি
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।