(মোঃ ইসমাইল সিরাজী) গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। সোমবার (১ মে) জেলা প্রশাসন ও শ্রম কল্যাণ কেন্দ্রের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শিল্পকলা একাডেমীর হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এ সভায় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক মো. অলিউর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, পুলিশ সুপার কামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) সুশান্ত কুমার মাহাতো, শ্রম কল্যাণ কেন্দ্রের উপ-পরিচালক শহীদুজ্জামান, পৌরসভার প্যানেল মেয়র শহিদ আহাম্মেদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদার রহমান, মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল আলম বাদশাহ প্রমুখ।এদিকে, অনুরূপ কর্মসূচি সাদুল্লাপুর উপজেলাসহ বিভিন্ন উপজেলায় পালন করা হয়।