মোঃ আঃ জলিল মন্ডল(ক্রাইম)রিপোটার গাইবান্ধাঃ
শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বুধবার গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল শ্রীমদ্ভগবত গীতা পাঠ, মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, লীলা র্কীতন, শ্রীকৃষ্ণের পূজা ও প্রসাদ বিতরণ।
এ উপলক্ষে সকালে শহরের কলেজপাড়ার দুর্গা মন্দির চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে কলেজপাড়া সনাতন সংঘের সভাপতি বীরেন্দ্র নাথ দাসের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় আলোচনা অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক বিমল চন্দ্র দাস, সহ-সাধারণ সম্পাদক আশীষ কুমার রায় প্রমুখ। সভায় উপসি’ত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. শরিফুল ইসলাম, পৌর মেয়র মো. মতলুবর রহমান, সাংবাদিক দীপক কুমার পালসহ অন্যান্যরা।
অপরদিকে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভাসহ অন্যান্য কর্মসূচি পালন করা হয়। মঙ্গল শোভাযাত্রাটি শহরের কালিবাড়ি মন্দির চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের ভিএইড রোডস’ কালিবাড়ি নাট মন্দির চত্বরে জন্মষ্টমী উদযাপন উপ-কমিটির আহবায়ক বিমল চন্দ্র সরকারের সভাপতিত্বে ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক সুজন প্রসাদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম হোসেন, সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা তরুণ কুমার দত্ত, পৌরসভার সাবেক মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সদস্য রণজিৎ বকসী সূর্য্য, হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্টের উপ-পরিচালক হামিদুর রহমান, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুদেব চৌধুরী, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক চঞ্চল সাহা, নরমান কৃষ্ণ দাস, সমীর বকসী, অভিজিৎ দাস, রঞ্জন সাহা প্রমুখ।