(ইসমাইল সিরাজী) গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুরে রাতে ওষুধ কিনতে নিখোঁজ হয়েছেন জতিশ চন্দ্র সরকার (৫৫) নামে এক ব্যবসায়ী। কিন্তু ওই এলাকার এক পুকুর পাড় থেকে নিখোঁজ ব্যবসায়ীর ব্যবহৃত মোটরসাইকেল-জুতা-হেলমেট উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২১ নভেম্বর) সকালে উপজেলার জামালপুর ইউনিয়নের তরফবাজিত গ্রামের সিরাজুল ইসলামের রাইস মিল সংলগ্ন দক্ষিণ পাশে কাঁচা রাস্তার উত্তর পাশের পুকুর পাড় থেকে এসব উদ্ধার করে পুলিশ
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
নিখোঁজ জতিশ চন্দ্র সরকার ওই ইউনিয়নের তরফবাজিত (মধ্যপাড়া) গ্রামের মৃত গঙাধর সরকারের ছেলে। তিনি সাদুল্লাপুর শহরে পোল্টি ও ডেইরি ফিড ও মেডিসিন ব্যবসা করছিলেন।
পরিবারের সদস্যরা জানান, রোববার রাতে ঔষধ কেনার কথা বলে বের হয়ে গেলে আর ফিরে আসেনি তিনি স্বজনদের দাবি কে বা কারা তাকে যদি হত্যা করে থাকে প্রশাসনের কাছে দাবী আমাদের সরেন কে আমাদের কাছে যেন ফিরে পাই।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।