(ইসমাইল সিরাজী) গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে খেলনা পিস্তল সহ সন্দেহভাজন দুই ডাকাত ও অটো সহ চালককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
বুধবার (৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নাকাই-বোনারপাড়া সড়কের বাজুনিয়াপাড়া বটতলী মোড় থেকে তাদের আটক করে পুলিশে দেয় দেয়া হয়। ডাকাত অভিযুক্ত ওই দুই ব্যক্তির বাড়ী নাকাই ইউনিয়নের পোগইল গ্রামের মৃত্যু আইন উদ্দিনের ছেলে মাজেদুল ইসলাম (২২) সাদুল্লাপুর বলে জানা গেছে। এসময় অটো চালক সহ ভাই ভাই পরিবহন নামক একটি অটো আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান,দুই যাত্রী সহ একটি অটো দ্রুতগতিতে নাকাইহাট থেকে বোনারপাড়ার উদ্দেশ্যে যেতে থাকে। পথে তারা একটি ভ্যানকে চাপ দিলে ওই ভ্যানচালক তাদের পিছু ধাওয়া করে বটতলী মোড়ে আটক দেয়। ভ্যানচালকের সাথে তাদের হাতাহাতির সময় তারা কোমরে লুকিয়ে রাখা একটি পিস্তল বের করে। এ ঘটনায় মোড়ে উপস্থিত দোকানিরা তাদের আটক করে পুলিশে খবর দেয়। গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডাকাত সন্দেহে দুইজন এবং অটোচালককে থানায় নিয়ে আসে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে বলে থানা সূত্রে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দিন জানান, খেলনা পিস্তলসহ স্থানীয়রা দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।