(ইসমাইল সিরাজী) গাইবান্ধা প্রতিনিধি: দূর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি,বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি এই প্রতিপাদ্যে গাইবান্ধা গোবিন্দগঞ্জের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ১৫ নভেম্বর (মঙ্গলবার) সকালে ফায়ার সার্ভিস স্টেশনের আয়োজনে এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।বর্তমান সরকার ফায়ার সার্ভিস সেক্টরে অনেক সফল্য অর্জন করেছে বলেন অনুষ্ঠানের উপজেলা নিবার্হী অফিসার আরিফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন গাইবান্ধা -৪ গোবিন্দগঞ্জ আসনে সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান। পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মুকিতুর রহমান রাফি,কামারদহ ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক তৌকির হাসান রচি,হাইওয়ে থানার ওসি আমিনুল ইসলাম,সংসদ সদস্য পি,এ খায়রুল আলম,১নং ওয়ার্ড ইউপি সদস্য মিন্টু,ফায়ার স্টেশন অফিসার আরিফ আনোয়ার।এসময় ফায়ার স্টেশনের সকল সদস্য আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।