গাইবান্ধার সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে ল্যাপটপ বিতরণ
মোঃ আঃ জলিল মন্ডল(ক্রাইম)রিপোর্টার গাইবান্ধাঃ
গাইবান্ধা সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মধ্যে গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে ল্যাপটপ বিতরণ করা হয়। ল্যাপটপ বিতরণ করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহ সারোয়ার কবীর। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. শরীফুল আলম, সদর উপজেলা ইঞ্জিনিয়ার মো. বাবলু মিয়া, উপজেলা কর্মকর্তাসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ২০ জন সাংবাদিককে এসব ল্যাপটপ বিতরণ করা হয়।
গাইবান্ধার দারিয়াপুর হাটের অতিরিক্ত টোল আদায় বন্ধ ও হাটের জায়গা বৃদ্ধির দাবিতে
সিপিবি’র স্মারকলিপি প্রদান।
মোঃ আঃ জলিল মন্ডল(ক্রাইম)রিপোর্টার গাইবান্ধা।
গাইবান্ধা সদর উপজেলা ঐতিহ্যবাহি দারিয়াপুর হাটে অতিরিক্ত টোল আদায় বন্ধ, জমি অধিগ্রহণ করে হাটের জায়গা বৃদ্ধি ও যানজট নিরসনের দাবিতে গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের কাছে দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গাইবান্ধা জেলা শাখা এই স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন কমিউনিস্ট পার্টির জেলা কমিটির সহকারি সাধারণ সম্পাদক অ্যাড. মুরাদ জামান রব্বানী, দারিয়াপুর অঞ্চল কমিউনিস্ট পার্টির সভাপতি জাহাঙ্গীর আলম, দারিয়াপুর অঞ্চল কমিটির সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন প্রমুখ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয় জেলার সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী এই হাটে ক্রয়-বিক্রয় করতে আসা সাধারণ মানুষ প্রতিনিয়তই জুলুমের শিকার হচ্ছে। টোল আদায়ের নিয়ম বহির্ভূতভাবে ক্রেতা-বিক্রেতা দুই পক্ষের কাছ থেকে টোল নেয়া হয়। সেইসাথে হাটের জায়গা মাত্র ৩৪ শতাংশ হওয়ায় হাট বসে ব্যক্তি মালিকানাধীন জায়গা ও রাস্তার উপরে। ফলে এই হাটে যানজট লেগেই থাকে এবং মানুষরা দুর্ভোগের শিকার হচ্ছে। এছাড়া স্মারলিপিতে কোরবানির পশুর হাটে অতিরিক্ত টোল আদায় বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা এবং জমি অধিগ্রহণ করে হাটের জায়গা বৃদ্ধি করারও দাবি জানানো হয়।