(ইসমাইল সিরাজী) গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুরে বনগ্রাম ইউপি নির্বাচনে জোট বেধে ভোট দিয়ে ফজলুল কাইয়ূম হুদাকে চেয়ারম্যানের আসনে বসাতে এলাকাবাসীর ঐক্যমত।
১০ নভেম্বর রাতে উপজেলার বনগ্রাম ইউনিয়নের ইসবপুরে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে সাবেক চেয়ারম্যান ফজলুল কাইয়ূম হুদার পক্ষে থেকে কাজ করার এপ্রত্যয় ব্যাক্ত করেন এলাকার সর্বস্তরের জনগণ।
এসময় আলহাজ্ব আবু তালেব মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে বক্তব্য রাখেন বনগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী ফজলুল কাইয়ূম হুদা।
তিনি ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে আনারস মার্কায় ভোট দেয়ার অনুরোধ জানান। এলাকার উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে সকলের নিকট দোয়া ও ভোট প্রার্থনা করেন তিনি।
এলাকাবাসীর পক্ষ থেকে মনসুর আলী মাস্টার ও এলাকার অন্যান্য গন্যমাণ্য ব্যাক্তিবর্গ এসময় বক্তব্য রাখেন।
বক্তারা আনারস মার্কার পক্ষে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
বৈঠকে ইভিএম এ ভোট দেয়ার পদ্ধতিতে সম্পর্কে সচেতনতা মূলক কথা বলেন মনিরুজ্জামান মমিন।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।