(ইসমাইল সিরাজী) গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জের দিনমজুর ফারুক হোসেনের বাড়িতে অগ্নিকাণ্ডে তার দুইটি ঘরসহ বিভিন্ন আসবাপত্র পুড়ে ছাই হয়ে গেছে। নিমিষে সব কিছু পুড়ে ছাড়খার হয়ে গেছে। আমার সব সহায় সম্বল শেষ। এখন আর মাথা গোজার ঠাঁইও রইলো না! এখন খোলা আকাশের নিচে থাকা ছাড়া কোন উপায় নেই বলে কান্নায় ভেঙে জ্ঞান হারিয়ে পড়ছেন তিনি।
শনিবার (১৯ নভেম্বর) সুন্দরগঞ্জ উপজেলার তালুক বেলকা গ্রামে ভয়াবহ এ অগ্নিকাণ্ড ঘটে। ওই গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে ফারুক হোসেনের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল ভস্মিভূত হয়।
স্থানীয়রা জানান, দুপুরে হঠাৎ করে ফারুক মিয়ার বাড়িতে রান্নার চুলা থেকে অগুনের সূত্রপাত ঘটে। নিমিষেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। এসময় দুটি ঘর, ঘরে থাকা আসবাবপত্র, চাল, ধানসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত ফারুক হোসেন বলেন, হঠাৎ করে