(ইসমাইল সিরাজী) গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা মনমথ গ্রামে অভিযান চালিয়ে হিরোইনসহ মাদক ব্যবসায়ি যুবক রহমত উল্লাহ আল আমিন শিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে পুলিশ পরিদর্শক তদন্ত সেরাজুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে মনমথ মাষ্টার পাড়া গ্রামের একটি আম বাগানে অভিযান চালিয়ে ২০ পুরিয়া হিরোইনসহ শিপনকে গ্রেপ্তার করা হয়। শিপন উপজেলার সর্বানন্দ ইউনিয়নের মধ্য সাহাবাজ গ্রামের নজরম্নল ইসলামের ছেলে। সে দীর্ঘদিন হতে মাদক কারবারি করে আসছিল। এনিয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানান আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।