মোঃ আঃ জলিল মন্ডল(ক্রাইম)রিপোর্টার গাইবান্ধাঃ
গাইবান্ধা শাহ আব্দুল হামিদ স্টেডিয়াম সংলগ্ন চিহ্নিত বধ্যভূমিতে শেখ কামাল আইটি সেন্টার করতে দেয়া হবে না। ৭১’র চিহ্নিত বধ্যভূমিতে বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের নামে আইটি সেন্টার নির্মাণ করলে একজন মুক্তিযোদ্ধাকেই কলংকিত করা হবে। বধ্যভূমির বাইরে শহরের যে কোন জায়গায় এই আইটি সেন্টার নির্মাণেরও দাবি জানানো হয়।
গতকাল সোমবার গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। গাইবান্ধা ৭১’র বধ্যভূমি সংরক্ষন কমিটি এই মতবিনিময় সভার আয়োজন করে।
সংগঠনের আহবায়ক জিএম চৌধুরী মিঠুর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন অধ্যাপক মাজহার-উল মান্নান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গাইবান্ধা জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি পৌরসভার সাবেক মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, সহ-সভাপতি রণজিৎ বকসী সূর্য্য, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা খয়বর হোসেন মন্ডল, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, জেলা ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য আমিনুল ইসলাম গোলাপ, সমাজসেবক রাজনীতিক ওয়াজিউর রহমান রাফেল, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আমিনুর জামান রিংকু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদক মিহির ঘোষ, জেলা সাধারণ সম্পাদক মোসত্মাফিজুর রহমান মুকুল, জেলা জাসদের সভাপতি গোলাম মারম্নফ মনা, আওয়ামলীগ নেতা মোসত্মাক আহমেদ রঞ্জু, সাম্যবাদী আন্দোলনের জেলা আহবায়ক মনজুর আলম মিঠু, নারী মুক্তি কেন্দ্রের জেলা সভাপতি নিলুফার ইয়াসমিন শিল্পী, বাসদের গোলাম রব্বানী, কবি ও সাংস্কৃতিক কর্মী দেবাশীষ দাশ দেবু, মোহাম্মদ আমিন, আব্দুর রউফ মিয়া, ৭১’র শহীদ পরিবারের সনত্মান রামকৃষ্ণ সরকার প্রমুখ।
সভায় মুক্তিযুদ্ধের চেতনা অড়্গুন্ন রাখতে গাইবান্ধায় স্বীকৃত চিহ্নিত বধ্যভূমিতে স্মৃতি সৌধ নির্মাণের দাবি জানিয়ে এই বধ্যভূমিটি নিয়ে যে কোনো ধরণের ষড়যন্ত্র নস্যাৎ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।