(ইসমাইল সিরাজী) গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এক সভা রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. অলিউর রহমানের সভাপতিত্বে পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রউফ তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো, সাত উপজেলা পরিষদ চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তাসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় স্বাস্থ্যসেবা, কৃষি প্রণোদনা ও শীতকালিন ফসল চাষের অগ্রগতি, বিভিন্ন বিভাগীয় উন্নয়ন কর্মকান্ডের অগ্রগতি এবং সমস্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিভিন্ন বিভাগের কাজের প্রতিবন্ধকতা দুর করে অবিলম্বে সেসব কর্মকান্ড বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।