ইসমাইল সিরাজী গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার পৃথক তিনটি স্থানে পৃথক ৩ টি ঘটনায় বৃদ্ধাসহ ৩ জন নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
৫ নভেম্বর শনিবার প্রথমে একটি নেপিয়ার ঘাসক্ষেত থেকে আমেনা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করে। অপরদিকে সেতু আক্তার (১৩) নামের এক যুবতির গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এদিকে উপজেলার আমলাগাছী বাজার এলাকায় রাইস কুকারে ভাত রান্না করার সময় বিদ্যুৎতায়িত হয়ে পাখি(৪০) নামে ২ সন্তানের জননীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ ৫ নভম্বর শনিবার সকালে উপজেলার পবনাপুর ইউনিয়নের পৃর্বফরিদপুর (কানিপাড়ার) নেপিয়ার ঘাসক্ষেত থেকে আমেনা বেগম নামে নারীর মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।আমেনা বেগম ওই গ্রামের মৃত নুরুল ইসলামের স্ত্রী বলে জানা যায়। তিনি কিভাবে মারা গেছেন তা কেউ নিশ্চিতভাবে বলতে পারছে না। এদিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের খামার মামুদপুর গ্রামের জোহা মিয়ার কন্যা সেতু আক্তার নিজ শয়ন ঘরে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এদিকে রাইস কুকারে ভাত রান্না করার সময় বিদ্যুৎতায়িত হয়ে পাখি(৪০) নামে ২ সন্তানের জননীর মৃত্যুর খবর পাওয়া গেছে। উপজেলার বরিশাল ইউনিয়নের আমলাগাছী বাজারের পল্লী চিকিৎসক ফিরোজের স্ত্রী পাখি আজ শনিবার সন্ধ্যায় রাইসকুকারে ভাত রান্না করার সময় বিদ্যুৎতায়িত হয়ে মারা যায়।
এ বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি)মাসুদ রানা। তিনি আরো জানান,তদন্ত রিপোর্ট হাতে না আসা পযর্ন্ত এসব মৃতের রহস্য সঠিকভাবে বলা যাচ্ছে না।