এসএম রুবেল ক্রাইম রিপোর্টার
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী ইউনিয়ন ভূমি অফিসে ইউনিয়ন ভূমি উপ-সহকারি কর্মকর্তা রবিউল ইসলাম যোগদানের পর থেকে লাগামহীন অনিয়ম ও দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে সরকারি এ অফিসটি বর্তমান বেপরোয়া আঙ্গুল ফুলের কলা গাছ।
রবিউল ইসলামের নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ভূমি মন্ত্রণালয় এবং জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও জানান ভূমি সেবা বঞ্চিতরা।
দুর্নীতিবাজ রবিউল ইসলামের পূর্বের কর্মস্থল রাজশাহীর তানোর উপজেলার মন্ডুমালা ভূমি অফিসে কর্মরত থাকাকালীন সময় ব্যাপক অনিয়ম দুর্নীতি ও ঘুষ বাণিজ্যর সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। যা নিয়ে একাধিকবার বিভিন্ন সময় গণমাধ্যমের শিরোনাম হয়েছেন তার বিরুদ্ধে।
সরজমিনে অনুসন্ধানে বেরিয়ে আসে দুর্নীতিবাজ রবিউল ইসলামের অনিয়ম ও ঘুষ বাণিজ্যর ভয়াবহ সব চিত্র। রাজাবাড়ী ভূমি অফিসে সেবা নিতে আসা ব্যক্তিদের অভিযোগ, ঘুষ এবং দালাল ছাড়া একটি ফাইলও নড়ে না এবং তাদের চাহিদা অনুযায়ী টাকা না দিলে কোন কাজ হয় না।এতে করে প্রতিনিয়ত হয়রানির শিকার হতে হচ্ছে ভূমি সেবা প্রত্যাশীদের। স্থানীয়দের দাবি অবিলম্বে দুর্নীতিবাজ কর্মকর্তা রবিউল ইসলামকে অপসারণ করে রাজাবাড়ী ইউনিয়ন ভূমি অফিসকে দুর্নীতি ও দালাল মুক্ত করার জোর দাবি জানানো হয়।
এ বিষয়ে গোদাগাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম জানান, অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে দুর্নীতিবাদের কোনভাবে প্রশ্রয় দেওয়া হবে না বলে জানান তিনি।