মোঃ আঃ জলিল মন্ডল(ক্রাইম)রিপোটার গাইবান্ধাঃ প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের গোলাপবাগ বাজারে আগুন লেগে ১০টি দোকান পুড়ে গেছে। শনিবার গভীর রাতে এক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ১০টি দোকানের মালামাল ভূস্মিভুত হয়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতিসাধিত হয়েছে।
ক্ষতিগ্রস্ত' ব্যবসায়ী সুত্রে জানা গেছে, রাত পৌনে ২টার দিকে গোবিন্দগঞ্জের গোলাপবাগ মাছের বাজার সংলগ্ন কামারপট্টিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে বাজারের চাউলের দোকান, মনোহারি, জুতা, ঔষধের দোকানসহ বিভিন্ন ১০টি দোকানের মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তরা জানান, দোকান থেকে কিছুই বের করতে পারি নাই। সবই পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত (ইনচার্জ) আরিফ আনোয়ার জানান, রাত ১টা ৪৫ মিনিটে খবর পেয়ে ১টা ৪৯ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস'লে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন পুরাপরি নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস কর্মীরা। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক লাইনের ত্রুটি থেকে এ আগুন লেগেছে। বাজারের ১০টি টিনসেড দোকান পুড়ে গেছে। তবে প্রায় ৪০ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করা হয়েছে। আশেপাশে পর্যাপ্ত পানি না থাকায় আগুন নেভাতে বেশি সময় লেগেছে।
এদিকে গতকাল শনিবার সকালে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান ঘটনাস'ল পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের সান্তনা দেয়ার পাশাপাশি তাদের যথাসম্ভব পূনর্বাসনেরও আশ্বাস দেন।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।